এলাকার মানুষের বিক্ষোভ, হাসপাতালের বেওয়ারিশ ডেড বডি পোঁতার জন্য গর্ত খোঁড়া নিয়ে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ   বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ তমলুক শহরে হাসপাতালের বেওয়ারিশ ডেড বডি পোঁতার জন্য জন্য গর্ত খোঁড়া নিয়ে এলাকার মানুষের বিক্ষোভ।

তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় আজ বিকেলে তিনটি বড় বড় গর্ত খোঁড়া প্রশাসনের পক্ষ থেকে। সাধারণ মানুষ জিজ্ঞেস করলে যারা গর্ত খুঁজছিলেন তারা বলেন যে, এখানে পিকনিকের জন্য গর্ত করা হচ্ছে। পরবর্তীকালে বিভিন্ন সূত্র থেকে এলাকার মানুষ জানতে পারেন যে এখানে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বেওয়ারিশ শতাধিক ডেড বডি পোঁতা হবে, সেই কারণেই গর্তগুলো করা হয়েছে।

আরও পড়ুন -  Today's Game: আজকের খেলা, ০৫ ডিসেম্বর ২০২২

এরপরে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তারা এই গর্তগুলি বন্ধ করার উদ্যোগ নেয়। এই গর্তগুলি বোজাতে শুরু করলে তমলুক থানার পুলিশ আসে বাধা দিতে। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। এলাকার মানুষের বিক্ষোভে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। আপাতত এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে আজ রাতে বেওয়ারিশ ডেড বডি পোঁতার কাজ হবে না বলে জানা গেছে।

আরও পড়ুন -  এক গৃহবধূর অসহায়তার সুযোগ নিলেন ডাক্তার, বিনামূল্যে দেখুন এই শর্ট ফিল্ম