Aadhaar নতুন ব্যবস্থা চালু করল UIDAI জালিয়াতির বিরুদ্ধে, নম্বর ছাড়াই হবে e-KYC

Published By: Khabar India Online | Published On:

নতুন ব্যবস্থা চালু করেছে ভারতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ (UIDAI) আধার নম্বরের মাধ্যমে জালিয়াতির বিরুদ্ধে। এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে আধার নম্বর না দিয়েই ইলেকট্রনিকভাবে (e-KYC) পরিচয় যাচাই করতে পারবে।

গ্রাহককে শুধুমাত্র একটি বিশেষ ফাইল (XML) জিপ ফরম্যাটে জমা দিতে হবে। প্রতিষ্ঠান নিজে এই ফাইলটি পড়ে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করবে।

এই সুবিধায় গ্রাহকের পরিচয় যাচাইয়ের বিস্তারিত বিবরণ XML ফাইলটিতে সংরক্ষণ করা হবে। ফাইলটিতে UIDAI-এর ডিজিটাল স্বাক্ষর থাকবে। এটি শুধুমাত্র বিশেষ মেশিনের মাধ্যমেই পড়া যাবে। এর ফলে আধার নম্বর না দিয়েই সহজেই e-KYC সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন -  ভবানীপুর থেকেই শুরু করবেন প্রচারের কাজ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়

XML ফাইলটি UIDAI-এর ওয়েবসাইট থেকে জিপ ফরম্যাটে ডাউনলোড করতে হবে।UIDAI-এর মতে, এই ব্যবস্থায় আধারের তথ্যে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তা সহজেই ধরা পড়ে যাবে। কেননা, পরিচয় যাচাইয়ের তথ্যের সাথে গ্রাহক কর্তৃক প্রদান করা পাসকোড যুক্ত করা হয়েছে। আধার নম্বর না দিয়েই kyc করার পদ্ধতি দেখে নিন।

আরও পড়ুন -  এই সুন্দরী মেয়ের জোরালো নাচ ভোজপুরি গানে, কাড়লেন নজর নেটদর্শকদের, Dance Video

১) এই নতুন ব্যবস্থাটি ব্যবহার করতে হলে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ যেতে হবে।

২) তারপর আধার নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে লগইন করতে হবে। এতে আধারের ড্যাশবোর্ড খুলবে।

আরও পড়ুন -  Book Fair: ৩৩তম মালদা জেলা বইমেলার উদ্বোধন করলেন, মহারাজ স্বামী ত্যাগোরুপানন্দজী মহারাজ

৩) এখানে অফলাইন e-KYC-এর বাটনে ক্লিক করুন।

৪) এরপর আধার পেপারলেস e-KYC-এর জন্য একটি শেয়ার কোড দিতে হবে। এই কোডটি ভবিষ্যতে এই ফাইলটি খুলতে ব্যবহার করা হবে।

৫) এবার ডাউনলোড-এ ক্লিক করুন। এতে জিপ ফাইলটি ডাউন অ্যাপ-এ পড়ে যাবে। এর পাসওয়ার্ড হবে আপনার শেয়ার কোড, যেটা ওয়েবসাইট খোলার সময় দিয়েছিলেন।