মালদহের উচ্চশিক্ষিত যুবকের একক নবান্ন অভিযান

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   প্রতিবন্ধী মালদহের উচ্চশিক্ষিত যুবকের একক নবান্ন অভিযান ঘিরে তোলপাড়।

মালদহের নিখিল সরকার চাকরির দাবিতে ট্রেনে করে শিয়ালদহ সেখান থেকে হুইল চেয়ারে করে নবান্নের উদ্দেশ্যে রওনা দেয় উচ্চশিক্ষিত নিখিল সরকার।

আরও পড়ুন -  Primary 2017 Tate: ২০১৭ সালের প্রাথমিক টেট এর ফলাফল প্রকাশ এবং দ্রুত নিয়োগের দাবি

তাকে হাওড়া ব্রিজেই আটকে দেয় হাওড়া পুলিশ। তাঁর দাবি বাম আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত বারবার সরকারের দ্বারস্থ হয়েও মেলেনি চাকরি। অবশেষে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেও মেলেনি সারা। তাই চাকরি দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে সুদূর মালদহ কৃষ্ণপুর থেকে নবান্নে উদ্দেশ্যে রওনা নিখিলের।

আরও পড়ুন -  Kovid-19: কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য