সাঁতারে জয়ী হয়ে সোহম ঘোষের ঝুলিতে মেডেল আর মেডেল

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ইছাপুরঃ   সাঁতারে জয়ী হয়ে বছর সতেরোর যুবক সোহম ঘোষের ঝুলিতে মেডেল আর মেডেল জিতে জয়জয়কার ইছাপুর জুড়ে। গর্বিত গোটা এলাকাবাসী।

ইছাপুর চরকতলা এলাকার বাসিন্দা সোহম ঘোষ। ইস্ট পয়েন্ট স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রের দিন কাটে জেলা থেকে রাজ্য জাতীয় স্তরে একের পর এক প্রতিযোগিতায় জয়ী হয়ে জিতেছে ৫টি সোনার মেডেল। বিজ্ঞান বিভাগের ছাত্র সোহমের নেশা সাঁতার নিয়ে চর্চা করা। সারা দিন পড়াশুনোর ফাঁকে কাটে দিন সাঁতার নিয়ে চর্চা করে।

আরও পড়ুন -  বাঙালি বাবু সাজে মদন মিত্র, NX হোটেলে পুজোর খাবারের কমপ্লিট মেন্যু পেশ করলেন

বাবা সমীর কুমার ঘোষ পেশায় একজন ব্যবসায়ী। ছেলেকে মাত্র পাঁচ বছর বয়স থেকে সাঁতার নিয়ে প্রশিক্ষণে ভর্তি করেন। পরবর্তীতে চন্দননগর অ্যাকোয়াটিক সেন্টারের হাত ধরে জেলার গণ্ডি পেরিয়ে রাজ্যের দরবারে পৌঁছে জিতেছে একাধিক সেরার শিরোপা। আজ সোহমের এই বিপুল সাফল্যে গর্বিত গোটা পরিবার সহ পরিজনরাও।

আরও পড়ুন -  Vande Bharat Train: সুখবর দিলেন রেলমন্ত্রী বন্দে ভারত ট্রেন নিয়ে, এই প্ল্যান শুনলে খুশি হবেন

সিবিএসই জোনাল ২০২৩ এ আসামের ডিব্রুগরে 50, 100, 200 ব্রেস্ট স্ট্রোকে প্রথম স্বর্ণপদক প্রাপ্তি হয় সোহমের। পরবর্তীতে 200, 400 ব্রেষ্টস্ট্রোক মেডেলে প্রথম হিসেবে গোল্ড লাভ তার ঝুলিতে। এই ভাবে একের পর এক স্তরে জয়ী দেশের হয়ে বহু বার সাঁতারে নাম উজ্জ্বল করেছে সে। আজ তার ঝুলিতে মোট ১৭ টি মেডেল। তার এই সাফল্যের পিছনে পরিবারের সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতাও অপরিসীম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোহম।

আরও পড়ুন -  Sapna Chaudhary: স্বপ্না চৌধুরীর সাহসী নাচের ভিডিও ভাইরাল, ‘না ওলহা না দাথা’ গানে লাল টাইট স্যুটে মাতালেন দর্শকদের

আগামীতে রাজ্য স্তরে সাঁতার প্রতিযোগিতায় জয়লাভের জন্যে ইস্ট পয়েন্ট স্কুলের ছাত্র সোহম নিচ্ছে জোর কদমে প্রস্তুতি। শুভ কামনা এলাকাবাসীদেরও।