নবদ্বীপে বচসার জেরে ঘুষিতে মৃত্যু যুবকের

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ  নবদ্বীপে বচসার জেরে ঘুষিতে মৃত্যু যুবকের।

বচসার জেরে যুবকের মৃত্যু নবদ্বীপে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার প্রতাপনগর মনিমালা লেন এলাকায়। মৃত যুবকের নাম গোবিন্দ দেবনাথ তার বাড়ি নবদ্বীপ প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনিতে।

আরও পড়ুন -  Sapna Chaudhary: ১০ বছর আগে এক গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা স্বপ্না চৌধুরী, আজ যাঁর পারিশ্রমিক ৩০ লাখ টাকা

স্থানীয় সুত্রে খবর, সোমবার রাতে মদ্যপ অবস্থায় দুই যুবকের বচসা বাধে। বচসায় গুড্ডু নামে এক যুবক গোবিন্দ কে বুকে ঘুসি মারলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।

আরও পড়ুন -  এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় পড়ে একজন পাইলট এবং দু'জন যাত্রী মারা যান

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা গোবিন্দ কে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। যুবকের মৃত্যুর পর অভিযুক্ত গুড্ডু পলাতক। পুলিশ গুড্ডুর খোজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন -  Katrina: ৫ বছরের ছোট ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা !