নবদ্বীপে বচসার জেরে ঘুষিতে মৃত্যু যুবকের

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ  নবদ্বীপে বচসার জেরে ঘুষিতে মৃত্যু যুবকের।

বচসার জেরে যুবকের মৃত্যু নবদ্বীপে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার প্রতাপনগর মনিমালা লেন এলাকায়। মৃত যুবকের নাম গোবিন্দ দেবনাথ তার বাড়ি নবদ্বীপ প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনিতে।

আরও পড়ুন -  Pooja Bedi: পূজা বেদীকে, অর্ধনগ্ন হয়ে পুরুষ মডেলের সঙ্গে যে জিনিস করতে হয়েছিল

স্থানীয় সুত্রে খবর, সোমবার রাতে মদ্যপ অবস্থায় দুই যুবকের বচসা বাধে। বচসায় গুড্ডু নামে এক যুবক গোবিন্দ কে বুকে ঘুসি মারলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।

আরও পড়ুন -  Ram Mandir: ৬৬ টি স্টেশন থেকে স্পেশাল ট্রেন ছাড়ছে ভারতীয় রেলওয়ে রামমন্দির দেখতে, জেনে নিন

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা গোবিন্দ কে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। যুবকের মৃত্যুর পর অভিযুক্ত গুড্ডু পলাতক। পুলিশ গুড্ডুর খোজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন -  Jisshu Sengupta: ‘পুষ্পা’-তে অফার পেয়েছিলেন টলিনায়ক যিশু! ছাড়লেন কেন?