২০২৩ ওডিআই বিশ্বকাপের মেগা আসর শেষ হয়েছে। এবার বিশ্বকাপের ফাইনাল ভারতের মাটিতে হয়েছিলো। ভারতকে পরাজিত করে ষষ্ঠবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। গত ১৯শে নভেম্বর ফাইনাল ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বজয়ের স্বপ্ন সার্থক করেছে অজি বাহিনীরা।
এর মধ্যেই একটি খবর প্রকাশ্যে এসেছে, যার জন্য অপেক্ষা করেছিলেন ক্রিকেট ভক্তরা। ২০২৩ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ২০২৭ ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ, খেলার নিয়ম ও তারিখ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
জানাতে চলেছি, ২০২৭ সালে কোথায় আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপের মেগা আসর? কতগুলি দল অংশগ্রহণ করবে? আর কি পদ্ধতিতে পরিচালনা করা হবে বিশ্বকাপের মেগা টুর্নামেন্ট? চলুন জেনে নেওয়া যাক।
বলে রাখি, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজন করবে ওডিআই বিশ্বকাপের আসর। ওই বছরের অক্টোবর- নভেম্বরের মধ্যে আয়োজন করা হবে। এই মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ১৪টি দল। যার মধ্যে আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে অটো-চয়েস থাকবে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার।
আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে এই টুর্নামেন্টে। গ্লোবাল কোয়ালিফায়ার রাউন্ডের মাধ্যমে নির্বাচিত হবে বাকি ৪টি দল।
খেলার নিয়ম সম্পর্কে বিশ্ব ক্রিকেট নিয়মক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ১৪টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হবে ২০২৭ বিশ্বকাপ। গ্রুপ পর্যায়ে প্রত্যেকটি দল একে অন্যের সাথে খেলে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ৩ দল দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। তারপর দ্বিতীয় রাউন্ডে একে অন্যের বিপক্ষে খেলে প্রতিটি গ্রুপ থেকে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে শীর্ষ ২টি দল। তারপর ধারাবাহিক নিয়মে সেমিফাইনাল ও ফাইনাল খেলা পরিচালনা করবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।