চলতি একদিনের বিশ্বকাপে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার পারফরমেন্স দারুন। গ্রুপ পর্যায়ে টানা ৯টি ম্যাচে জয়সহ এই বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দলটি।
আগামীকাল প্রথম সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে মাঠে নামার পূর্বে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বিশ্বকাপে ২০১১ সালের ঘটনা পুনরাবৃত্তি হতে চলেছে। ভারতের মাটিতেই বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। যদিও এমনটি মনে করার পেছনে একাধিক যুক্তি দিয়েছেন।
বোলিং পারফর্মেন্স: প্রথমেই বলি, ২০১১ সালে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রত্যেক বোলার ২টি করে উইকেট নিয়েছিলেন। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্যায়েও পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রত্যেক বোলার ২টি করে উইকেট দখল করেছেন।
বিরাট কোহলির শতক: ২০১১ সালে বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে শত রানের ইনিংস খেলেছিলেন। চলতি বিশ্বকাপে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।
শেষ ম্যাচে “ম্যান অফ দ্যা ম্যাচ”: ২০১১ সালের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে চতুর্থ স্থানে ব্যাটিং করে “ম্যান অফ দ্যা ম্যাচ” নির্বাচিত হয়েছিলেন যুবরাজ সিং। এই বিশ্বকাপেও গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে চতুর্থ স্থানে ব্যাটিং করে “ম্যান অফ দ্যা ম্যাচ” নির্বাচিত হয়েছেন শ্রেয়াস আইয়ার।
স্পিনার জাদু: ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে বল হাতে জাদু দেখিয়েছিলেন অলরাউন্ডার যুবরাজ সিং। ঠিক সেই রকম চলতি বিশ্বকাপে বল হাতে জাদু দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা।