গোবরজনা কালী মন্দিরের পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, রতুয়াঃ  গোবরজনা কালী মন্দিরের পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। রতুয়া ২ ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোবরজনা কালীপূজা প্রস্তুতি পরিদর্শন করেন রতুয়া দুই ব্লক বিডিও শেখর শেরপা, পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী যুব ভিডিও কল্যাণ আশীষ দাস, জেলা পরিষদ সদস্য অর্পিতা উপাধ্যায় সহ প্রশাসনিক কর্তারা।

আরও পড়ুন -  Jio 5G প্ল্যান: ২০০ টাকার কমে আনলিমিটেড 5G ইন্টারনেট, কলিং ও ডেটা অফার

এই ঐতিহ্যবাহী কালীপুজোকে কেন্দ্র করে জোড় প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই বুঝতে শুরু করে দিয়েছে মেলা। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই কালী পূজা কে কেন্দ্র করে।

আর এই পূজাকে কেন্দ্র করে মানুষের সমাগম নিরাপত্তার বিষয়কে কেন্দ্র করে প্রশাসনিক কর্তারা পরিদর্শন করেন।

আরও পড়ুন -  Nusrat Jahan: সময় কম, বৃহস্পতিবারই মা হতে চলেছেন নুসরত জাহান !

পূজার শুরু থেকে বিসর্জন প্রক্রিয়া পর্যন্ত সুষ্ঠুভাবে করা যায় সে দিকে লক্ষ্য রেখে দফায় দফায় প্রশাসনিক কর্তারা বৈঠক করছেন। আর সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জোর তৎপরতা রয়েছে প্রশাসনের।

আরও পড়ুন -  কালী প্রতিমা ও মন্ডপ, বেহালা অঞ্চলে