Bhojpuri: শুভি শর্মার সাথে ঘনিষ্ঠ নীরাহুয়া, পাশে রয়েছে আম্রপালি, বাচ্চাদের সামনে দেখা যাবে না

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গান ভাইরাল হয়েছে সম্প্রতি নেটদুনিয়ায়। গানে দেখা গেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তিন জনপ্রিয় তারকাকে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে, দীনেশ লাল যাদব এবং শুভি শর্মা রয়েছে।

তিন জনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা আরও ছড়িয়েছে, বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এখন কোটিতে কথা বলছে ভিউজ।

আরও পড়ুন -  Aadhaar Card: আধার কার্ড ব্যবহারকারীদের এই কাজটি করতে হবে, সমস্যায় পড়বেন না হলেই

কাজল রাগওয়ানী এবং আম্রপালি দুবে দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই প্রথম সারির জনপ্রিয় তারকা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দীনেশ লাল যাদব জনপ্রিয় ভোজপুরি ছবি ‘হিট’এর গানের তালেই ঘনিষ্ঠ হয়েছেন শুভি শর্মার সঙ্গে। এমন কি আম্রপালি দুবেকে পাশে রেখেই কাজলের সাথে মেতে উঠেছিলেন।

আরও পড়ুন -  Tuhina Das: পর্দার গোয়েন্দা দময়ন্তী, ঝড় তুলছেন বোল্ড ছবিতে, নেটদুনিয়ায়

‘যায়ে দা এ জান এ তা জাগাহে পে যাতা’র তালেই ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। গানের ভিডিওতে আম্রপালি দুবের পাশে শুয়েই ভিডিওকলে শুভি শর্মার সাথে কথা বললেন নীরাহুয়া। আবার করলেন রোমান্সও, খুব স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে নেটিভক্তদের।

আরও পড়ুন -  VIRAL: আম্রপালি দুবে নির্জলা উপবাস করেছেন, নিরাহুয়ার জন্য, ভাইরাল রোম্যান্স ভিডিও

উল্লেখ্য, ‘হিট’ ছবির এই গানটি ৪ বছর আগে ‘এসআরকে মিউজিক’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। এখন প্রায় ২ কোটির মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ৪ বছর আগেকার ভিডিও হলেও আবার নিজেদের প্রিয় পছন্দের তারকাদের একসাথে দেখে বেশ খুশি ভোজপুরি দর্শকরা। দেখতে পারেন ভিডিওটি।