নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা, ১০০ তম বর্ষে পদার্পণ করলো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, নৈহাটাঃ   নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালীপুজো সমিতি এবার ১০০ তম বর্ষে পদার্পণ করলো।

কথিত আছে ধর্ম হোক যার যার বড়মা সবার। সেই উপলক্ষে এবার নৈহাটি বড় কালী পুজো সমিতি বড়মার নবনির্মিত মন্দিরের নতুন ফটক উদ্বোধন করা হয়।

আরও পড়ুন -  Web Series: নেহাল ভাদোদিয়ার উষ্ণ ওয়েব সিরিজ ‘উল্লু’-তে রিলিজ হয়েছে, ঘরের খিল বন্ধ করে দেখুন

সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়, বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী সহ অন্যান্য ব্যক্তিত্বরা।