কলকাতায় পৌঁছালো পাকিস্তান ক্রিকেট টিম

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   কলকাতায় পৌঁছালো পাকিস্তান ক্রিকেট টিম। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলতেই কলকাতায় এলো তারা।

আগামী মঙ্গলবার ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্স বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট টিম। কাগজে কলমে অংকের বিচারে টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভব পাকিস্তান দলের।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী বেঙ্গালুরু টেক সামিট – এর উদ্বোধন করেছেন

ছটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হেরে তাদের সংগ্রহ এই মুহূর্তে মাত্র চার পয়েন্ট। তাই সেমিফাইনালে যেতে হলে তাদের পরবর্তী ম্যাচ জিততেই হবে। শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কলকাতা বিমানবন্দর। ইডেনে পাকিস্তান আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন -  উত্তরের জলপাইগুড়িতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী !