৭ বছরের কারাদণ্ড, সাদ্দাম হোসেনের মেয়েকে

Published By: Khabar India Online | Published On:

ইরাকের প্রাক্তন শাসক সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দামকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দলের পক্ষে প্রচার চালানোর দায়ে।

রবিবার (২২ অক্টোবর) তার অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেয়া হয়। যদিও সাদ্দাম হোসেনের এ মেয়ে নির্বাসিত জীবনযাপন করছেন। বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বাবা সাদ্দাম হোসেনের নিষিদ্ধ বাথ পার্টির ‘প্রচার’ চালানোর জন্য নির্বাসিত কন্যাকে এই কারাদণ্ড দেয়া হয়। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দলটি বিলুপ্ত এবং নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন -  Smartphone: ইনফিনিক্স নোট ১১ প্রো, গেমারদের মন জয় করেছে

আদালতের এই রায় এএফপি পর্যালোচনা করতে সক্ষম হয়েছে। এই রায়ে বলা হয়েছে, প্রাক্তন স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে ২০২১ সালে টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ‘নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচার করার’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ইরাকে আজও কেউ যদি ক্ষমতাচ্যুত সাদ্দাম সরকারের ছবি প্রচার করে বা স্লোগান দেয় তবে তাদেরকে বিচারের মুখোমুখি করা হতে পারে।

আরও পড়ুন -  Jaya Prada: ৬ মাসের কারাদণ্ড, অভিনেত্রী জয়া প্রদার

অবশ্য ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা রায়ে উল্লেখ নেই। কিন্তু ২০২১ সালে রাঘাদ সাদ্দাম হোসেন সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন।

আরও পড়ুন -  Asia Cup 2022: শ্রীলংকার কাছে পাকিস্তান হারতেই উৎসব পালন করলেন আফগানরা, ভিডিও দেখুন

সৌদি এই চ্যানেলকে সেই সময় তিনি বলেন, অনেকে আমাকে বলেছে- (সাদ্দাম হোসেনের শাসনা কাল ) আমাদের জন্য সত্যিই গৌরবের, গর্বের সময় ছিল। সেই সময়ে ইরাক স্থিতিশীল ও অনেক সমৃদ্ধ দেশ ছিল।’ এএফপি বলছে,রাঘাদ সাদ্দাম হোসেন তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় ও কুসে ২০০৩ সালে মসুলে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়।

ছবিঃ সংগৃহীত।