দুই পরিবর্তন, টস জিতে ফিল্ডিংয়ে ভারত

Published By: Khabar India Online | Published On:

ভারত এবং নিউজিল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। ৪ ম্যাচে সবগুলোতে জিতে সমান ৮ করে পয়েন্টে রয়েছে দুই দল। রান রেটে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। পঞ্চম ম্যাচে কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টিম ইন্ডিয়া। রবিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় বিশ্বকাপ একাদশে প্রথমবার জায়গা পেলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।

আরও পড়ুন -  Oscar: লাল গালিচায় পা রেখেছেন তারকারা, তুলেছেন নানা ঢঙের ছবি, অস্কার

অপরদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই ভারতের মুখোমুখি বর্তমান রানার্স-আপ নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ জিতে উড়ন্ত সূচনা পেয়েছে কিউইরা। রানরেটের ব্যবধানে কিছুটা এগিয়ে থাকায় অবশ্য শীর্ষস্থানে আছে ব্ল্যাক ক্যাপসারাই। কিন্তু আজকের ম্যাচের পর ‘অপরাজিত’ তকমা হারাবে একটি দল।

আরও পড়ুন -  পান্ডিয়া দলে ফিরবেন আজকে? একাদশ থেকে কে বাদ? রোহিত শর্মা আপডেট দিল

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার বিশ্বকাপ মঞ্চেই সেই ক্ষত মুছে বদলা নেয়ার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। এই পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। এগিয়ে কিউইরা। ৫টিতে জিতেছে নিউজিল্যান্ড। ভারতের জয় ৩টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।

আরও পড়ুন -  বৃহত্তর উদ্যোগের মাধ্যমে রাজ্যে ব্যাপক কর্মসংস্থান, অগাস্টেই ৩ দিন ব্যাপী

ভারতের একাদশঃ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশঃ

ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

ছবিঃ সংগৃহীত।