শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে, নব পত্রিকার স্নান

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ  শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। উৎসবের আবহ দিকে দিকে।

শনিবার পঞ্জিকা মতে মহাসপ্তমী। সারা বাংলার সঙ্গে উৎসবের জোয়ারে ভাসছে লাল মাটির জেলা বাঁকুড়াও।

আরও পড়ুন -  Viral Video: ভাইরাল ভিডিও বিয়ের আগে পাহাড়ে নিরহুয়া এবং আম্রপালি দুবের মধ্যে রোমান্স

উৎসবের প্রথম দিন সকাল থেকে জেলার বিভিন্ন অংশের নদী, পুকুরে নব পত্রিকার স্নান শেষে ঘট নিয়ে পুজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুজো উদ্যোক্তারা।

এদিন সকাল থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে নব পত্রিকার স্নান উপলক্ষ্যে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন -  Sohini Sarkar: সোহিনীর ভাইরাল ছবিতে ট্রোলের বন্যা নেট দুনিয়ায়

শহরের বেশ কয়েকটি বারোয়ারি, পারিবারিক ও সার্বজনীন পুজো কমিটির সদস্যরা নব পত্রিকার স্নান ও ঘট তোলেন এখান থেকেই।