কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ 2023 ফুটবল টুর্নামেন্টে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  আজ মঙ্গলবার দুপুরে “কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ 2023 ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল আলিপুর বডি গার্ড লাইনসে।

সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলের জনপ্রিয় ফুটবলার রোনালদিনহো গাউচো, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও দমকল মন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন -  LIC Jeevan Utsav Scheme: বয়স্কদের জন্য চালু করল শক্তিশালী প্রকল্প LIC

এদিন ব্রাজিলের জনপ্রিয় ফুটবলার রোনালদিনহো গাউচোর হাত ধরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল উদ্ধবোধন করেন – পুজো গাইড ম্যাপ এবং কলকাতা পুলিশের ট্র্যাফিকের বার্ষিক পর্যালোচনা এবং কলকাতা পুলিশের প্রতি বছর যে ম্যারাথন দৌড় হয় তার জার্সি লঞ্চও করা হল।

আরও পড়ুন -  বড়দিন ও তার আগের দিনের নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ