Mahalaya: আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ  আজ মহালয়া। অমাবস্যার অন্ধকার পেরিয়ে আলোকজ্জ্বল দেবীপক্ষের সূচনা। এই মহা লগ্ন নিয়ে আসে ‘মহালয়া’।

তর্পণের শেষে আজ সূর্যপ্রণাম করে দেবীকে আহ্বান করে বলা হয়— শোক, তাপ, দুঃখ, অমঙ্গল, অন্ধকার কাটিয়ে আলোকে উত্তরণের এগিয়ে নিয়ে চলো দেবী।এই তর্পনের মধ্যে দিয়েই শুরু হয় উৎসব। প্রতি বছরই আজকের দিনে বিভিন্ন নদীর ঘাটে সূর্যদেব এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এবছরও তার অন্যথা হয়নি।

আরও পড়ুন -  তৈরি হবে বাড়তি পদ, সুপারিশে চাকরি পাওয়া শিক্ষকদের বহাল রাখতে, ব্রাত্য বসু কোর্টের দিকে বল ঠেললেন

এদিন শিলিগুড়ির মহানন্দা ঘটে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও তিল অর্পন করেন। সকাল থেকেই শিলিগুড়ি শহরের প্রতিটি নদীর ঘাটেই কড়া পুলিশি বন্দোবস্ত ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। মহানন্দার ঘাট এলাকায় ছিল পুলিশ কড়া নজরজারি।

আরও পড়ুন -  Chief Minister Mamata Banerjee: তিনদিনের উত্তরবঙ্গ সফরে মালদায় এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

শিলিগুড়ি,আজ মহালয়া। অমাবস্যার অন্ধকার পেরিয়ে আলোকজ্জ্বল দেবীপক্ষকে আগমনের দিন। মহা লগ্ন নিয়ে আসে ‘মহালয়া’। তর্পণের শেষে আজ সূর্যপ্রণাম করে দেবীকে আহ্বান করে বলা হয়— শোক, তাপ, দুঃখ, অমঙ্গল, অন্ধকার কাটিয়ে আলোকে উত্তরণের এগিয়ে নিয়ে চলো দেবী।এই তর্পনের মধ্যে দিয়েই শুরু হয় উৎসব।

আরও পড়ুন -  গঙ্গা সংরক্ষণ ও সে বিষয়ে উৎসাহদান, পরিবেশ এবং সংস্কৃতি আমাদের দেশের উন্নয়নের ভিত্তি : রাষ্ট্রপতি কোবিন্দ