দূর্গা পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, বোনাস না মেলায় চিন্তায় চা বাগানের শ্রমিকরা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   দূর্গা পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, বোনাস না মেলায় চিন্তায় চা বাগানের শ্রমিকরা।

চা বাগানে শ্রমিকদের ২০% বোনাসের দাবিতে চলছে লাগাতার আন্দোলন বিক্ষোভে শামিল চা শ্রমিক শ্রমিক সংগঠনের বিভিন্ন ইউনিয়ন।

আরও পড়ুন -  উদ্দেশ্য ছিল অসৎ, মেয়ে হয়েও ছেলে সেজে প্রেম করতেন ঋতু !

মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার চা বাগানের গেটে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা। দূর্গা পূজার আর মাত্র কয়েকদিন বাকি।

এখনো বোনাস দিতে পারছে না চা বাগান কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  এক কাপ তৃপ্তিদায়ক চা সহযোগে সুট্টা বার খড়গপুরে তাদের নতুন ফ্র্যাঞ্চাইজি আউটলেটটি খুলল

চা বাগানে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে সামিল।

ডিবিআইটি এর চেয়ারম্যান তথা ডেঙ্গুয়াঝার চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে টেলিফোনে জানান, বোনাস নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই সমস্যা সমাধান হবে আশাবাদী মালিকপক্ষ।

আরও পড়ুন -  Assam Police: চাকরি থাকবে না ভুঁড়ি থাকলে, আসাম পুলিশের