দূর্গা পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, বোনাস না মেলায় চিন্তায় চা বাগানের শ্রমিকরা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   দূর্গা পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, বোনাস না মেলায় চিন্তায় চা বাগানের শ্রমিকরা।

চা বাগানে শ্রমিকদের ২০% বোনাসের দাবিতে চলছে লাগাতার আন্দোলন বিক্ষোভে শামিল চা শ্রমিক শ্রমিক সংগঠনের বিভিন্ন ইউনিয়ন।

আরও পড়ুন -  Indian Railways: পুজোয় বাড়ি যাবেন, রেলের নতুন ফিচারে মিলবে কনফার্ম টিকিট

মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার চা বাগানের গেটে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা। দূর্গা পূজার আর মাত্র কয়েকদিন বাকি।

এখনো বোনাস দিতে পারছে না চা বাগান কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  বিয়ে-পরকীয়া-বিচ্ছেদ নিয়ে টালমাটাল টলিউড, এই সময়ে বিয়ে ভাঙলেন আমির !

চা বাগানে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে সামিল।

ডিবিআইটি এর চেয়ারম্যান তথা ডেঙ্গুয়াঝার চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে টেলিফোনে জানান, বোনাস নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই সমস্যা সমাধান হবে আশাবাদী মালিকপক্ষ।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: শুরুর আগেই শেষ হয়ে গেল সেনেগাল ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপ, সাদিও মানের