Weather Update: আগামী পাঁচ দিন মূলত শুকনো আবহাওয়া

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  আগামী পাঁচ দিন আজ 9 তারিখ মূলত শুকনো আবহাওয়া, শুধুমাত্র প্রথম ২৪ ঘন্টা আজকে একদম পোস্টের জেলাগুলো খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় সাউথ ২৪ পরগনা পূর্ব মেদনীপুর যদিও তার আশঙ্কাটা খুবই কম বৃষ্টিপাতের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রথম দুদিন ৪৮ ঘন্টায় ওপরে পাঁচটি জেলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুদিন পর থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমে যাবে মূলত যেটা থাকবে হালকা বৃষ্টি এবং সেটা উপরে শুধু পাঁচটি জায়গায় নিচের তিনটি জেলায় অর্থাৎ মালদা দুই দিনাজপুর হালকা বৃষ্টি ৪৮ ঘন্টা পর থেকে এই মুহূর্তে তাপমাত্রায় কোথাও কোন পরিবর্তন নেই কিন্তু একটু স্লাইট ইনক্লিসিং থাকবে যেহেতু বৃষ্টি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ফলে আদ্রতা জনিত অস্বস্তিকর গরম বিশ্বাস করে কলকাতা শহরে বাইরে ও থাকবে।

আরও পড়ুন -  Ray Lifetime Achievement Award: মার্টিন স্কোরসেজে এবং ইস্তেভান জাবোকে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে

টেম্পারেচারটার মার্জিনালি একটু বাড়বে ময়েশ্চার যেহেতু কমে যাচ্ছে দু তিন দিন বাদ থেকে অনুভূত হবে না এই আদ্রতা জনিত অস্বস্তিকর গরমটা খালি শুষ্ক ওয়েদার থাকবে এই মুহূর্তে কোথাও কোন সতর্কবার্তা নেই। আবহাওয়া আপডেট। আবহাওয়া বিভাগ পূর্বাঞ্চলীয় অধিকর্তার সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন -  ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে কয়েকদিন, বৃষ্টিতে ভিজবে এই সব জেলাগুলি