বাঁধভাঙা যৌবন শর্ট ড্রেসে, সৌন্দর্যে নায়িকাদেরও টেক্কা দিলেন খলনায়িকা ইন্দ্রাক্ষী

Published By: Khabar India Online | Published On:

ইন্দ্রাক্ষী দে (Indrakshi Dey) এখন খলনায়িকার চরিত্রে সিরিয়ালে দাপটের সঙ্গে রাজ করছেন। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে আর্যা চরিত্রে অভিনয় করে দর্শকদের দারুন ভালোবাসা পেয়েছেন। তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে।

মূলত খল চরিত্রেই বেশি সুযোগ পান। বাস্তবে যদিও অনস্ক্রিনের সঙ্গে একদম মিল নেই এই ইন্দ্রাক্ষীর। অফস্ক্রিনে খুবই হাসিখুশি প্রাণখোলা মানুষ তিনি।

অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন ইন্দ্রাক্ষী। ইনস্টাগ্রামে ১ লক্ষেরও বেশি ফলোয়ার আছে। ফটোশুট থেকে রিল ভিডিও, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বেশ সুন্দর করে সাজিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তিনি তাঁর কিছু ছবি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নিয়ন গ্রিন রঙা শর্ট ওয়ান পিস পরে ক্যামেরায় ধরা দিয়েছেন। তাঁর পোস্ট থেকে জানা গেছে, সঙ্গীত বাংলার অফিসে রয়েছেন ইন্দ্রাক্ষী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়ার্ক মোড অন’।

৭০০ র-ও বেশি লাইক পড়েছে পোস্টটিতে। কমেন্ট বক্সে লাল হৃদয় ও আগুন ইমোজিতে ভরে গেছে নেটিজেনরা দেওয়া। এর মধ্যে একজন লিখেছেন, ‘তোমার সৌন্দর্য আর আভিজাত্য বোঝাতে কোনো শব্দই যথেষ্ট নয়।’ আর একজন মজা করে লিখেছেন, ‘কতদিন বলেছি বৃষ্টিতে ছাদে যায় না? ঠাণ্ডা লেগে যাবে, নেমে এসো’।

আরও পড়ুন -  এই মাসেই শেষ ‘মিঠিঝোরা’! এল বড় সত্যি খবর

প্রসঙ্গত, অভিনয়ে আসার আগে মডেলিং ছিলেন ইন্দ্রাক্ষী। কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। এর পরেই ছোটপর্দায় কেরিয়ার শুরু। এখনো পর্যন্ত ঝুমুর, হৃদয়হরণ বি.এ পাশ, জয় কানহাইয়া লাল কি, যমুনা ঢাকি সহ ‘মুকুট’ সিরিয়ালে দেখা গেছে ইন্দ্রাক্ষীকে।

আরও পড়ুন -  সমস্ত বাংলা সিরিয়ালের শুটিং বন্ধ, দুঃসংবাদ এসে গেল দর্শকদের কাছে!

ধারাবাহিকেও খলনায়িকার ভূমিকাতেই দর্শক দেখেছে তাঁকে। এখন বড় পর্দায় ইন্দ্রাক্ষীকে দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা। জানা গিয়েছিল, এর আগে তিনি সিনেমায় অডিশন দিয়েছিলেন। কিছু সমস্যার জেরে আর বড়পর্দায় কাজ করা হয়ে ওঠেনি। এ নিয়ে আক্ষেপও কম নেই ইন্দ্রাক্ষীর।

আরও পড়ুন -  বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন