৫৬৮৩০ টাকা সুদ পাবেন এই স্কিমে পোস্ট অফিসের, সম্প্রতি সুদ বাড়িয়েছে সরকার

Published By: Khabar India Online | Published On:

দুর্গা পুজোর আগেই গ্রাহকদের জন্য সুখবর দিলেন পোস্ট অফিস। প্রবীণ গ্রাহকদের কথা চিন্তা করে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের স্কিম এনেছেন পোস্ট অফিস। অল্প বিনিয়োগে মানে ৫০০০ টাকা বিনিয়োগেই মিলবে ৫০ হাজারেরও বেশি সুদ। ৬.৫ থেকে ৭ শতাংশ হারে সুদ পাবেন পোস্ট অফিসের সমস্ত রকমের গ্রাহকরা।

রেকারিং ডিপোজিটের সুদের পরিমাণঃ

কম বিনিয়োগে বৃহৎ তহবিল তৈরি করা সম্ভব আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিটের সূত্র ধরে। পোস্ট অফিসে একবছর থেকে শুরু করে দশবছর পর্যন্ত সময়ের আরডি অ্যাকাউন্ট করা যায়। সাধারণ গ্রাহকরা ৬.৫-৭ শতাংশ হারে সুদ পান। অপরদিকে প্রবীণ গ্রাহকদের সুদের পরিমাণ বেশি। এক্ষেত্রে ৭-৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। উল্লেখ্য, চলতি বছরের ১৫’ই ফেব্রুয়ারি থেকে এই সুদের পরিমাণ গ্রাহ্য হয়েছে আরডি সব অ্যাকাউন্টগুলির জন্য।

আরও পড়ুন -  পোস্ট অফিসে এই প্রকল্পে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন

প্রবীণ এবং সাধারণ গ্রাহকদের প্রাপ্ত সুদঃ

1)একবছর থেকে দু’বছরের সময়কালে সুদের পরিমাণ- সাধারণের ৬.৮%, প্রবীণদের ৭.৩%।
2) দুই থেকে তিনবছরের সময়কালে সুদের পরিমাণ – সাধারণের ৭%, প্রবীণদের ৭.৫%।
3) তিন থেকে পাঁচবছরের সময়কালে সুদের পরিমাণ – সাধারণের ৬.৫% , প্রবীণদের ৭%।
4) পাঁচ থেকে দশবছরের সময়কালে সুদের পরিমাণ- সাধারণের ৬.৫%, প্রবীণদের ৭.৫%।

আরও পড়ুন -  Peru: জরুরি অবস্থা জারি পেরুতে, দেশব্যাপী বিক্ষোভ

যদি কোন ব্যক্তি ৫ বছরের জন্য একটি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলেন, যদি প্রতিমাসে ৫ হাজার টাকা করেই জমা করেন,মেয়াদ শেষে ৩ লাখ ৫৬ হাজার ৮৩০ টাকা পাবেন। এক্ষেত্রে ৩ লাখ ওই ব্যক্তির বিনিয়োগ হবে ও বাকি ৫৬,৮৩০ টাকা সুদ মারফত মিলবে। সুদের পরিমাণ থাকবে ৬.৭%।

আরও পড়ুন -  পুলিশের সাহস ও ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখানঃ দিলীপ ঘোষ