Dengue: আবারো দক্ষিণ দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  আবারো দক্ষিণ দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর। কলকাতার আর জি কর হাসপাতালে আজ সকাল ৯ টায় মৃত্যু হয়েছে এই তরুণীর। দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সমাপ্তি মল্লিক নামের বছর ২০-এর এক তরুণীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই তরুণী।

আরও পড়ুন -  Koel Mallick: রাতের ঘুম কাড়ছেন মোহময়ী কোয়েল মল্লিক, ফিদা নেটিজেনরা

পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে এরপরেই তার চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে। গতকাল রাতে অবস্থার অবনতি হলে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে আজ রবিবার সকাল ৯ টার সময়। মৃত্যু শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ করা হয়েছে। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭। যার ফলে অত্যন্ত আতঙ্কিত হচ্ছেন এলাকার মানুষজন।

আরও পড়ুন -  যৌবন ধরে রাখার সহজ ৭টি কৌশল, Stay Young Looking