22 C
Kolkata
Wednesday, November 29, 2023

TRP: ‘সন্ধ্যাতারা’ ছক্কা হাঁকালো, এই অবস্থা ‘রাঙা বউ’-এর! বাংলার সেরা কে?

Must Read

TRP: ‘সন্ধ্যাতারা’ ছক্কা হাঁকালো, এই অবস্থা ‘রাঙা বউ’-এর! বাংলার সেরা কে?

অপেক্ষায় থাকেন সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রী থেকে দর্শকরাও বৃহস্পতিবার এলে। কেন? প্রকাশ্যে টিআরপি তালিকা (TRP List)।

গত সপ্তাহের থেকে এ সপ্তাহে বড়সড় কিছু পরিবর্তন এসেছে সেরা দশের টিআরপি লিস্টে। কিন্তু প্রথম স্থানেই কিছু বদল নেই।বেশ কয়েক মাস ধরেই এই স্থান ধরে রাখতে সক্ষম হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহের পর এ সপ্তাহেও নিজের জায়গা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’।

দ্বিতীয় স্থানেই আছে জি বাংলার চ্যানেল কপার। তিন নম্বরে জি এর সেকেন্ড গার্ল ‘ফুলকি’। চতুর্থ স্থানটা দখলে রেখেছে ‘নিম ফুলের মধু’। পাঁচ নম্বর স্থানে ঘটে গিয়েছে অঘটন। জি এর ‘রাঙা বউ’কে এক ধাক্কায় সরিয়ে দিয়ে উঠে এসেছে স্টার জলসার ‘সন্ধ্যাতারা’।

আরও পড়ুন -  পিপিই কিট পড়ে বাজার করতেই খবর সোশ্যাল মিডিয়াতে, কে ? রাখি সাওয়ান্ত

ষষ্ঠ স্থানে ‘সন্ধ্যাতারা’র বদলে এ সপ্তাহে জায়গা হয়েছে ‘রাঙা বউ’এর। এই সিরিয়াল একা নয়। একই চ্যানেলের ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের সঙ্গে জায়গা ভাগ করেছে পাখি আর কুশকে।

বলা বাহুল্য, উত্তেজনা পর্ব দেখিয়েও পিছিয়ে পড়ল রাঙা বউ। সাত নম্বরে রয়েছে স্টারের ‘হরগৌরী পাইস হোটেল’। এ সপ্তাহে নম্বর বাড়িয়েছে এই ধারাবাহিক। অষ্টম স্থানও জি এর দখলে। ‘খেলনা বাড়ি’ রয়েছে এই স্থানে। নয় এবং দশ নম্বর স্থানে আছে স্টার জলসার ‘লাভ বিয়ে আজ কাল’ ও ‘তুঁতে’।

আরও পড়ুন -  বন্ধ হতে চলেছে ‘রিমলি’, কি হলো ?

টিআরপি (TRP) তালিকাঃ

(১) অনুরাগের ছোঁয়া- ৮.৭
(২) জগদ্ধাত্রী- ৮.২
(৩) ফুলকি- ৭.৯
(৪) নিম ফুলের মধু- ৭.৮
(৫) সন্ধ্যাতারা- ৭.৩
(৬) রাঙা বউ, কার কাছে কই মনের কথা- ৭.১
(৭) হরগৌরী পাইস হোটেল- ৬.৬
(৮) খেলনা বাড়ি- ৬.৫
(৯) লভ বিয়ে আজকাল- ৬.৩
(১০) তুঁতে- ৬.১
(১১) বাংলা মিডিয়াম- ৫.৯
(১২) ইচ্ছে পুতুল- ৫.৫
(১৩) এক্কা দোক্কা, তোমাদের রাণী- ৫.১
(১৪) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৯
(১৫) মুকুট- ৪.৭
(১৬) গৌরী এলো- ৪.২
(১৭) মন দিতে চাই- ৩.৯
(১৮) গাঁটছড়া- ৩.৭
(১৯) রামপ্রসাদ- ৩.১
(২০) শ্রীকৃষ্ণ লীলা- ২.৬
(২১) বোঝেনা সে বোঝেনা- ২.০

আরও পড়ুন -  Bhojpuri Video: আম্রপালি দুবের সঙ্গে জবরদস্ত রোম্যান্স নিরাহুয়ার, অনুরাগীদের হুঁশ উড়ল

রিয়েলিটি শো:

(১) স্টার জলসা ফিকশন ওভারঅল- ৬.৪
(২) দিদি নাম্বার ওয়ান- ৫.৫
(৩) ডান্স বাংলা ডান্স- ৫.১
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৭

Latest News

গোসাবায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৮, খুনের নেপথ্যে গোষ্ঠী কোন্দল দাবী নিহতের পরিবারের

নিজস্ব সংবাদদাতা, গোসাবাঃ   গোসাবায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৮, খুনের নেপথ্যে গোষ্ঠী কোন্দল দাবী নিহতের পরিবারের। আগামী লোকসভা নির্বাচনের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img