২৫তম জন্মদিন গুগলের, জনপ্রিয় সার্চ ইঞ্জিন

Published By: Khabar India Online | Published On:

২৫তম জন্মদিন গুগলের, জনপ্রিয় সার্চ ইঞ্জিন।

আজ ২৫তম জন্মদিন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের। এই সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের বিশ্বকে হাতের মুঠোয় সব রকম তথ্যের ভাণ্ডার এনে দিয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) গুগল বিশেষ ডুডল তৈরি করেছে।

ক্লিকে এই ডুডল সম্পর্কে বলা হচ্ছে, এতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিনের কথা। কি ভাবে গুগলের শুরু এসব তথ্য। তথ্যপ্রযুক্তির জগতে নিয়ে এসেছে আমূল পরিবর্তন। বৈচিত্র্যময় ফিচারের মধ্য দিয়ে বহুমাত্রিক এক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে এই গুগল।

আরও পড়ুন -  মলয় ঘটকের প্রার্থী হওয়ার আনন্দে বাজি ও সবুজ আবির, সাথে মিষ্টি মুখ করানো হলো

১৯৯৮ সালে ২৭ সেপ্টেম্বর ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন গুগল। গত ২৫ বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে।

আরও পড়ুন -  এক ব্যবসায়ীর কর্মচারীর কাছ থেকে ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫০০ কোটির বেশি অনুসন্ধানের জবাব দিয়ে থাকে এক মুহূর্তে।

ই-কমার্স ও ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে গুগল এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি। সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও নিত্যনতুন ফিচার এনে আরও জনপ্রিয় করে তুলছে গুগলকে। এআইভিত্তিক অ্যালগরিদম আরও সহজ করেছে অনুসন্ধান। এখনকার সময়ে দুনিয়ায় জিমেইল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ এবং গুগল ক্রোম ছাড়া একটি দিন ভাবা বা কল্পনা করতে পারি না।

আরও পড়ুন -  Smartwatch: স্মার্টওয়াচ নিয়ে আসছে গুগল

ছবিঃ সংগৃহীত।