রোহিত-কোহলি সহ দলে প্রবেশ করছেন একাধিক তারকা ক্রিকেটার আজিদের বিপক্ষে তৃতীয় ODI-তে, IND vs AUS

Published By: Khabar India Online | Published On:

এটাই ভারতের জন্য শেষ প্রস্তুতি ম্যাচ। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় অর্থাৎ শেষ একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। জানিয়ে রাখি, সিরিজের প্রথম দুটি ম্যাচে কে এল রাহুলের নেতৃত্বে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে ভারতীয় দল। শেষ ম্যাচে মাঠে নামার পূর্বে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ব্লু-বাহিনী।

আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে রাজকোটের গ্রাউন্ডে মাঠে নামবে বিরাট কোহলিরা।

আরও পড়ুন -  Web Series: ইন্টারনেটের দুনিয়ায় এখন রিলিজ হয়েছে সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, যা একা উপভোগ করতে ভুলবেন না!

সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় দলের অধিনায়কসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার পরিবর্তন। শেষ ম্যাচে কে এল রাহুলের স্থানে জাতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যাবে অধিনায়ক রোহিত শর্মাকে। বিশ্রামে যেতে পারেন গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার শুভমান গিল। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পদোন্নতি ঘটতে পারে ঈশান কিষাণের। জাতীয় দলের বাইরের রাস্তা দেখতে পারেন ঋতুরাজ গায়কোওয়াড। যেখানে দলে এন্ট্রি পাবেন বিরাট কোহলি।

আরও পড়ুন -  কলকাতা বন্দরের হলদিয়া ডক কমপ্লেক্সে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য জাহাজ চলাচল মন্ত্রকের ১০৭কোটি টাকা বরাদ্দ

আগের মতই জাতীয় দলের মিডিল ওর্ডারে থাকবেন শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা। দলের বাইরে যেতে পারেন শার্দুল ঠাকুর। শেষ ম্যাচ খেলার টিকিট পাবেন হার্দিক পান্ডিয়া। প্রসিদ্ধ কৃষ্ণাকে বিশ্রামে পাঠিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন জসপ্রিত বুমরাহ। ভারতের সেরা একাদশে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি সহ মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুন -  সাহসী ওয়েব সিরিজ OTT-র, বোল্ডনেসের অতিরিক্ত মাত্রা ছাড়ালেন অভিনেত্রী Ayesha Kapoor

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশঃ

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ।

ছবিঃ সংগৃহীত।