গতকাল ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়লাভের সাথে বিরাট কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় দল। বলে রাখি, ওডিআই বিশ্বকাপের পূর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে বিশ্রামে পাঠানো হয়েছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজকে।
এখন টিম ইন্ডিয়ার নেতৃত্ব গিয়ে দাঁড়িয়েছিল কে এল রাহুলের কাঁধে।
গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। প্রথমে ঋতুরাজ গায়কোওয়াডের উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম ইন্ডিয়া। শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের জোড়া শতকে শুরুতেই অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেয় ভারত। তারপর অধিনায়ক কে এল রাহুল ও বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের ধ্বংসাত্মক অর্ধশত রানের ইনিংস অস্ট্রেলিয়ার জয়ের আশা শেষ করে দেয়।
ভারত ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৯ রান সংগ্রহ করে।
৪০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু অস্ট্রেলিয়ার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি সমীকরণের দিক থেকে শুরুতেই হাতের বাইরে চলে যায় স্মিথদের। আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩ ওভারে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ৩১৭ রানে।বিশাল রানের এই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে ২১৭ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে নেয় টিম ইন্ডিয়া।
আবার এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান (৩৯৯) করেছে ভারত। আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়া নিজেদের সর্বোচ্চ স্কোরটি (৩৮৩) করেছিল ২০১৩ সালে।
ছবিঃ সংগৃহীত।