শাহরুখ খানের ‘জওয়ান‘ ৮০০ কোটি ক্লাবে, ১১ দিনে টিকিট বিক্রি হয়েছে ১৩ লাখের বেশি

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণী ফ্লিম ইন্ড্রাস্ট্রি, ‘বাহুবলী‘, ‘পুষ্পা‘ এবং ‘কান্তারা‘ এর মত পর পর হিট সিনেমা অফার করছে এই ইন্ড্রাস্ট্রি। বহুদিন পর এবার এমন এক হিন্দি বলিউড সিনেমা রিলিজ করেছে, যেটা বক্সঅফিসের আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আবার নিজের রেকর্ড করে চলেছে।

এই সিনেমায় আছেন খান মানে কিং খান শাহরুখ খান। তাঁর নতুন ‘জওয়ান‘ সিনেমা ভারতের মাটিতে হইচই ফেলেছে। এই সিনেমা বলা যেতে পারে, নতুন করে গোটা বলিউড ইন্ড্রাস্ট্রির মানদন্ড হয়েছে।

আরও পড়ুন -  Bhojpuri: রোমান্টিক হয়ে উঠলেন খেসারি লাল যাদব, উত্তপ্ত রোমান্স কাজলের সঙ্গে

জানিয়ে রাখি, ছবি রিলিজের প্রথম দিনে ৭৫ কোটি টাকা আয় করেছে। তারপর আর ঘুরে তাকাতে হয়নি প্যান ইন্ডিয়া সিনেমাটিকে। একের পর এক রেকর্ড চুরমার করে আজ ১১ দিনে পরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেল।

আরও পড়ুন -  ‘দুষ্টু কোকিল’ এখন দুষ্টুমি করছেন সি-গ্রিনে সিনেমা সুপারহিট হতেই, মিমি

প্রত্যেকটি হলে দিনের সিংহভাগ শোয়ে চলছে এই সিনেমা। সোমবার চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিসে ৮০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে। আপনি শুনলে অবাক হবেন যে, এই সিনেমাটি শুধুমাত্র ভারতে ১৩ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

জানিয়ে রাখি, জওয়ান ২০০ কোটির ক্লাবে পৌঁছাতে সময় নিয়েছিল মাত্র ৩ দিন। পাঠান এবং গদর ২ এর এই ২০০ কোটি ক্লাবে পৌঁছাতে সময় লেগেছিল যথাক্রমে ৪ দিন এবং ৫ দিন। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিনেমাতে শাহরুখ খানের পাশাপাশি এতে অসাধারণ অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নথারা, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামনি।

আরও পড়ুন -  কন্যাশ্রীতে সেরা ইস্টবেঙ্গল