টিম ইন্ডিয়ার নতুন অধিনায়কের নাম ঘোষিত হল, বিশ্রামে পান্ডিয়া-কোহলি– IND vs AUS

Published By: Khabar India Online | Published On:

ওডিআই সিরিজের মাধ্যমে নিজেদের চরম প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল আসন্ন একদিনের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ২২শে সেপ্টেম্বর থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ওডিআই সিরিজ খেলা শুরু হবে।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মোহালিতে। দ্বিতীয় ম্যাচ হবে ২৪শে সেপ্টেম্বর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে, ২৭শে সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ হবে সৌরাষ্ট্রে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বলে রাখি, দীর্ঘ অপেক্ষার পর এবার জাতীয় দলে প্রবেশ করছেন সবচেয়ে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখা যাবে।

আরও পড়ুন -  Team India: এবার কি টি-২০ বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন পান্ডিয়া? বড় খবর প্রকাশ্যে এলো

উল্লেখ্য, রোহিত শর্মার বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দিতে চলেছেন কেএল রাহুল। আবার তৃতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা।

প্রথম দুই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দলের অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। সিরিজের শেষ ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে জাতীয় দলে প্রবেশ করবেন পান্ডিয়া।

আপনাদের বলে রাখি, সম্প্রতি শ্রীলংকার মাটিতে রোহিত শর্মার হাত ধরে এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। শ্রীলংকাকে মাত্র ৫০ রানে অলআউট করার বিস্ময়কর রেকর্ড গড়েছে ভারতীয় দল। আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতকে ফেভারিট দল হিসেবে মেনে নিতে শুরু করেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত আগামী ৮ই অক্টোবর।