বিশ্বকর্মা পুজোর আমেজে মেতে উঠেছে শিলিগুড়ি

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ  বিশ্বকর্মা পুজোর আমেজে মেতে উঠেছে শিলিগুড়ি।

আজ বিশ্বকর্মা পুজো, গোটা রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। বাদ যায়নি শহর শিলিগুড়ি, শিলিগুড়িতে অন্যান্য বছরের মতো এই বছরেও বিভিন্ন বিশ্বকর্মা পুজোর হচ্ছে। উপলক্ষে এদিন সকাল থেকেই ছিল রাস্তাঘাটে ভিড়। কোথাও কোথাও আবার প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে সর্বসাধারণের জন্য। প্রসঙ্গত গতকাল রাতে শিলিগুড়ি পুর নিগমের বিশ্বকর্মা পূজোর উদ্বোধন হয়।

আরও পড়ুন -  Chemical Factory: শিলিগুড়িতে ভরদুপুরে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড

উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রফুল্ল চক্রবর্তী সহ আরো অন্যান্য। হাকিমপাড়া ইলেকট্রিক সিটি অফিস, সহ আরো বিভিন্ন স্থানে বিশ্বকর্মা হচ্ছে। উল্লেখ্য শিলিগুড়ি শহরে বিশ্বকর্মা পুজোর বিশেষ খ্যাতি রয়েছে। প্রায় গোটা শহর জুড়ে পুজোর আয়োজন করা হয়ে থাকে প্রতিবছর, এ বছরও তার ব্যতিক্রম হয়নি। কোথাও কোথাও আবার রংবেরঙের আলোকসজ্জা, কোথাও আবার ঝা চকচকে মন্ডপ সব মিলিয়ে পুজো জমজমাট।

আরও পড়ুন -  ঝাড়খন্ড অ্যামেচারের জুনিয়রস জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সুযোগ এই প্রত্যন্ত গ্রামের খুদে খেলোয়াড়ের