শরীরের খেলা শুরু বিয়ের আগেই, ঘনিষ্ঠ দৃশ্যে ভর্তি এই ওয়েব সিরিজটি

Published By: Khabar India Online | Published On:

যৌনতা নিয়ে যথেষ্ট ছুঁৎমার্গ ৯০ এর দশকে ছিল।

এখন আসতে আসতে বদলেছে দৃশ্যপট। একবিংশ শতকে ‘ভার্জিনিটি’ শব্দটি জরুরী নয় অনেকের কাছেই। বিনোদন জগতেও পড়েছে তার প্রভাব। ‘18+’ লেখা থাকলেও এখন আঠারো বছরের নিচে বহু ছেলেমেয়েই দেখে ফেলছে প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজগুলি।

এই রকমের ওয়েব সিরিজের বাজারে ‘উল্লু’ এখন প্রথম। এই ওটিটির জনপ্রিয় ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম হল ‘হটস্পট ম্যাট্রিমনি’।

2021 সালের বাইশে ডিসেম্বর উল্লুর ইউটিউব চ্যানেলে লঞ্চ হয়েছিল ‘হটস্পট ম্যাট্রিমনি’-র অফিশিয়াল ট্রেলার। ওয়েব সিরিজটি উল্লুতে স্ট্রিম হয়েছিল ওই বছরের 28 শে ডিসেম্বর। ‘হটস্পট ম্যাট্রিমনি’-র ট্রেলারের ভিউ এখন প্রায় দেড় লক্ষ অতিক্রমের পথে। কাহিনীর গল্প একটি অবিবাহিতা মেয়েকে নিয়ে। তার বিয়ে নিয়ে পরিবারের সদস্যদের চিন্তার অন্ত নেই। তার মা সকাল থেকে উঠে মেয়েটিকে জিজ্ঞাসা করে, কবে সে বিয়ে করবে! তার বয়স হচ্ছে।একসময় মেয়েটি বিরক্ত হয়ে বলে, মা-বাবা কি মেয়ের বিয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারেন না!

আরও পড়ুন -  ‘বিগ বস’ খ্যাত মনীষা রানী শরীর খোলা পোশাকে হিন্দি গানে নাচ, ভিডিও ভাইরাল (VIDEO)

এমন সময়ে মেয়েটির সাথে ভার্চুয়ালি আলাপ হয় একজন পুরুষের। যে ভালোবাসার দাবি করে। রেস্তোরাঁয় গিয়ে মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, সে কি নেবে! পুরুষটি ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়ে বলে, যখন যা সময়মতো পাওয়া যায়, সে তা-ই নেয়। তার মধ্যেই এক রাতে ভিডিও কলে কথা বলার সময় পুরুষটি মেয়েটিকে বলে, তার গায়ে আরশোলা।

আরও পড়ুন -  কোভিড-১৯ মহামারীর পরিস্থিতি এবং টিকা উদ্ভাবন, বন্টন ও টিকাকরণের বিষয়ে বৈঠকের পৌরহিত্য করেছেন প্রধানমন্ত্রী

ভয়ে মেয়েটি তার নাইট গাউন খুলে ফেলে। প্রকৃতপক্ষে, মেয়েটির শরীর দেখার জন্য আসল কারণ ছিল পুরুষটির বাহানা। মেয়েটি ভরসা করে পুরুষটির উপর। তারপর তৈরি হয় যৌন সম্পর্ক।

আরও পড়ুন -  Jio Recharge: ২০০ টাকারও কম খরচে দারুন প্ল্যান আনল জিও

একটি পুরো দিন মেয়েটির ফোন ধরে না ছেলেটি। পরে রাতের দিকে সে ফোনে বলে, তাকে হাসপাতালে যেতে হয়েছিল। কারণ তার বোনের শরীর খারাপ।

একসময় পুরুষটি মেয়েটির কাছে তার বোনের শরীর খারাপের কথা বলে পঞ্চাশ হাজার টাকা সাহায্য চায়। মেয়েটি টাকা দেয় পুরুষটিকে। একসময় লাগাতার টাকা চেয়ে পুরুষটি মেয়েটিকে ব্ল্যাকমেল করতে থাকে। মেয়েটি মুক্তি পাবে পুরুষটির হাত থেকে? আরও জানতে সাবস্ক্রাইব করে দেখতে হবে উল্লু অ্যাপে।