গ্যাস সিলিন্ডার মেয়াদ শেষ হয়ে গেলে ব্যবহার করবেন না, চেক করুন সিলিন্ডার এইভাবে

Published By: Khabar India Online | Published On:

এখন প্রায় প্রতিটি রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে। সরকার এটি প্রচার করার চেষ্টা করছে।সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনারও উদ্দেশ্য ঘরে ঘরে যাতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারে।

জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো,সেই সাথে পরিবেশ দূষণ রোধ করতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের দিকে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনি কি গ্যাস সিলিন্ডার কেনার সময় মেয়াদ শেষের তারিখ দেখে নেন? যদি না জানেন কেমন করে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিভাবে চেক করতে হয়? এই প্রতিবেদনটি পড়ুন।

আরও পড়ুন -  PM Kisan Yojana: ২০০০ টাকা প্রত্যেক কৃষক পাবেন, কিভাবে কবে জেনে নিন

জানিয়ে রাখি, একটি গ্যাস সিলিন্ডারের বয়স অর্থাৎ মেয়াদ ১৫ বছর। এই সময়সীমার মধ্যে সিলিন্ডার ২ বার চেক করা হয়। প্রথমে ১০ বছর পর, ৫ বছর পর দ্বিতীয়বার। সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেলে বড়সড় ক্ষতি হতে পারে।

আপনার বাড়িতে যখন গ্যাস সিলিন্ডার দিয়ে যায় সেই সময়ে দেখে নিতে হবে যে সেই গ্যাস সিলিন্ডারের আয়ু আর কতদিন।

আরও পড়ুন -  Hariyanvi Video: হরিয়ানভি স্টেজ শো-তে আগুন ধরালেন আরশী উপাধ্যায়, দেখুন তাঁর ঝলমলে পারফরম্যান্স

গ্যাস সিলিন্ডারে আদৌ মেয়াদ আছে, নাকি এবার শেষ। এটা দেখা যায় তার গায়ে লেখা থাকা কিছু কোডের মাধ্যমে।

এলপিজি সিলিন্ডারের উপরে তিনটি স্ট্রাইপে বড় অক্ষরে একটি কোড লেখা থাকে। এই কোডটি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ বলে দেবে। এই কোডগুলি A-24, B-25, C-26 ও D-27 এর মতো। এই কোডে, ABCD অক্ষর মানে মাস ও অঙ্ক মানে বছর। এতে ‘A’ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, ‘B’ মানে এপ্রিল, মে ও জুন, ‘C’ মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও D মানে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর।

আরও পড়ুন -  Message: ফুটপাত দখল কারিদের বার্তা দিলেন পৌরনিগম

মনে করুন আপনার গ্যাস সিলিন্ডারে যদি D-24 লেখা থাকে, তাহলে এর অর্থ হল সেই সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখটি 2024 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে। এবার থেকে গ্যাস সিলিন্ডার নেওয়ার আগে অবশ্যই দেখে নিন মেয়াদ আর কত দিন বাকি আছে।