কিং খানের ‘জওয়ান‘ নতুন রেকর্ড বলিউডের ইতিহাসে, ৭০০ কোটি টাকার বক্স অফিসে পা দিল

Published By: Khabar India Online | Published On:

ফ্লিম ইন্ড্রাস্ট্রিতে একচেটিয়া বিস্তার করেছিল দক্ষিণী ফ্লিম ইন্ড্রাস্ট্রি শেষ কিছু বছরে। যেমন ‘বাহুবলী‘, ‘পুষ্পা‘ এবং ‘কান্তারা‘ এর মত হিট সিনেমা। কিন্তু বহুদিন পর এখন এমন এক হিন্দি বলিউড সিনেমা রিলিজ করেছে যা বক্সঅফিসের সব প্রকার রেকর্ড ভেঙে দিয়েছে।

এই সিনেমায় রয়েছেন কিং খান অর্থাৎ শাহরুখ খান। তাঁর নতুন ‘জওয়ান‘ সিনেমা ভারতের মাটিতে হইচই ফেলেছে। সকলেই সিনেমা হলের সামনে ভিড় করছেন এই রকম সিনেমা দেখবে বলে। বলা যেতেই পারে, এই সিনেমা নতুন করে গোটা বলিউড ইন্ড্রাস্ট্রির মানদন্ড হয়েছে।

আরও পড়ুন -  Actress Bipasha Bose: অভিনেত্রী বিপাশা বসু মা হচ্ছেন !

জানিয়ে রাখি, ছবি রিলিজের প্রথম দিনে ৭৫ কোটি টাকা আয় করেছিলো। একের পর এক রেকর্ড গড়ছে আর ভাঙছে। আজ ১ সপ্তাহ পরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে এই সিনেমা। প্রত্যেকটি হলে দিনের সিংহভাগ শোয়ে চলছে এই সিনেমা। এক সপ্তাহ বাদে ‘জওয়ান‘ ভারতের বক্স অফিসে ৩২৮ কোটি টাকা আয় করেছে।

আরও পড়ুন -  অন্তঃসত্ত্বা বিয়ের আগেই, বাড়ি থেকে পালিয়েছিলেন, এই বিখ্যাত অভিনেত্রী, তুমুল বিতর্ক

অপরদিকে বিশ্বব্যাপী আয় ৬০০ কোটির টাকারও বেশি। রেড চিলিস এন্টারটেইনমেন্টের মতে, ছবিটি বিশ্বব্যাপী ৬৬০.০৩ কোটি টাকা আয় করেছে। বক্স অফিস বিশ্বব্যাপী, ‘জওয়ান‘ আজ বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকা গ্রস মার্ক অতিক্রম করতে তৈরি।

আরও পড়ুন -  Mandakini: মুখ খুললেন মন্দাকিনী, স্তন্যপানের দৃশ্যকে অশ্লীল তকমা, বিতর্কের জবাব

বলিউড সিনেমার ইতিহাসে এক অনন্য নজির গড়েছে এই সিনেমা। এই প্রথম কোনো সিনেমা এক সপ্তাহে এত টাকা আয় করলো।এর সম্পূর্ণ ক্রেডিট পরিচালক অ্যাটলি এবং সুপারস্টার কিং খান। সাথে এই সিনেমা জমিয়ে দিয়েছেন বিজয় সেতুপতি এবং নয়নতারা।