আম্রপালি ও নিরাহুয়া রোম্যান্স করলেন ঘর বন্ধ করে, কারও সামনে দেখবেন না– BHOJPURI VIRAL VIDEO

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে বা দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। বিশেষ করে এখন আট থেকে আশি সকলের খুব পছন্দ ইউটিউব।এর কারণ, বিনামূল্যেই বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাবেন।

এই ইউটিউব জগতে বেশি ট্রেন্ডি বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। বলিউডের সাথে এখন লাইম লাইটে রয়েছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। ইউটিউবে এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও অথবা সিনেমাতে কয়েক মিলিয়ন ভিউ থাকে।এই সংখ্যা প্রমাণ করে যে কতটা জনপ্রিয় এই ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন -  সোলার প্যানেল লাগালে পাবেন ভর্তুকি, এই ভাবে করুন আবেদন কেন্দ্রীয় সরকারের প্রকল্পে

ভোজপুরি ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় তারকা হলেন দীনেশ লাল যাদব। তাঁকে সকলেই নিরাহুয়া নামে জানেন। প্রচুর মিউজিক ভিডিও ও সিনেমাতে অভিনয় করেছেন। এখন ভোজপুরি ইন্ডাস্ট্রি গোটা ভারতের দর্শকদের কাছে দারুন জনপ্রিয়।

এই প্রতিবেদনে নিরাহুয়ার এক মিউজিক ভিডিওর কথা বলবো, যেটা ইউটিউব জগতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন -  বেসরকারী ট্রেন প্রকল্পে ট্রেন পরিচালনা ক্ষেত্রে প্রাক আবেদনপর্ব বৈঠক

জনপ্রিয় মিউজিক ভিডিওতে নিরাহুয়ার সঙ্গে জুটি বেধেছে জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে। ভাইরাল ভোজপুরি গানটির নাম, ‘উদওয়ালা ইয়ে রাজা‘। এটি ‘রাম লক্ষ্মণ‘ সিনেমার। এখানে বন্ধ ঘরে আম্ভ্রপালীর সাথে রোমান্সে ভরপুর মত্ত হয়েছেন নিরহুয়া। আম্রপালি এই মিউজিক ভিডিওতে নিরাহুয়ার সাথে পালং তোড রোম্যান্স করেন।

আরও পড়ুন -  নিরহুয়ার হৃদয়ে আগুন আম্রপালি দুবেকে দেখে, বাড়ির বাচ্চাদের সামনে দেখবেন না – AMRAPALI ROMANCE VIDEO

এই গানের ভিডিওতে নিরহুয়া ও আম্রপালি দুবের সাথে অভিনয় করেছেন প্রবেশ লাল যাদব ও বিখ্যাত ভোজপুরি অভিনেত্রী শুভ শর্মাকেও দেখা যাচ্ছে।

দুই তারকাকেও প্রচুর রোমান্স করতে দেখা গেছে। জানিয়ে রাখি, এই গানটি যৌথভাবে লিখেছেন কল্পনা এবং ইন্দু সোনালী। গানটির কথা লিখেছেন প্যারে লাল যাদব। সঙ্গীত পরিচালনা করেছেন রজনীশ মিশ্র। দারুন জনপ্রিয় এখন নেটজগতে।