বাগডোগরা রেল স্টেশনে, গুয়াহাটি-রাঁচি স্পেশালের স্টপেজ উদ্বোধন

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বাগডোগরা রেল স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশালের স্টপেজ উদ্বোধন।

আজ শিলিগুড়ির অদূরে বাগডোগরা রেল স্টেশনে গুয়াহাটি রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টেপেজের উদ্ধোধন হল। এদিন সোমবার বাগডোগরা রেলস্টেশনে গুয়াহাটি রাঁচি স্পেশাল ট্রেনের স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। স্টপেজ উপলক্ষে আজ একটি স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয় বাগডোগরা রেল স্টেশনে।

আরও পড়ুন -  Gold Price Today: ক্রেতাদের জন্য বাম্পার খবর, স্বস্তি দিয়েছে সোনার দাম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জি প্রশান্ত কুমার সহ অন্যান্যরা। দার্জিলিং এর সংসদ এই বিষয়ে জানান, এই ট্রেনের স্টেপেজ বাগডোগরাবাসীদের জন্য।‌‌ যার পাশাপাশি আগামী দিনে চেন্নাইগামী ক্যাপিটাল এবং দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসে স্টপেজ হবে বলে তিনি আরো জানান।‌ অন্তত ৫০০০ কোটি টাকার মাধ্যমে দার্জিলিং জুড়ে বিভিন্ন কাজ চলছে।‌‌ বিমানবন্দরের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের কাজ করার পাশাপাশি তিনি আরো জানালেন, শিলিগুড়ি টাউন স্টেশনে অম্রুত কর্মসূচির মাধ্যমে জল প্রকল্প হবে।‌‌

আরও পড়ুন -  Bhojpuri Song: নতুন ভোজপুরি গান, নীলকমল সিংহ ও সৃষ্টি উত্তরাখণ্ডির “ধরস কমর রাজা জি”