মৃত্যু
দূর থেকেও ভালোবাসা যায়
কিন্তু দূরে যাবার প্রয়োজন কি খুব বেশি?
অন্যের কাছে বন্দী থাকলে মুক্ত হওয়া যায়
কিন্তু নিজের কাছে বন্দী হলে
সহজে মুক্ত হওয়া যায় না
দীর্ঘ নীরবতায় মনোযোগি না-হলে
হয়তো বিপ্লব হয়ে যেতে পারে
কেউ যখন বিখ্যাত হতে থাকে
তার ভেতরে তখন অহমিকা জেগে ওঠে—
নিজের অজান্তে
মানুষ একবার জন্ম নেয়
কিন্তু মরে বহুবার…
জেবুননাহার জনি ( বাংলাদেশ )।