TRP: ‘অনুরাগের ছোঁয়া’ কে টপকে, টিআরপি উলটে বড় চমক এই সিরিয়ালটি।
চ্যানেলে চ্যানেলে দেখা দেয় ব্যস্ততা সপ্তাহের মাঝামাঝি সময়ে। দর্শকরা চিন্তার মধ্যে থাকেন কি হয়? কি হয়? সাপ্তাহিক টিআরপি তালিকার (TRP list) জন্য।
বহু বাংলা সিরিয়ালের চ্যানেল থাকলেও মূলত জি বাংলা ও স্টার জলসার মধ্যেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। এ সপ্তাহেও ব্যতিক্রম হয়নি। এবারে জলসার স্টার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’কে পেছনে ফেলে সেরার সিংহাসনে রাজ করলো জি বাংলার ‘জগদ্ধাত্রী’। প্রতি সপ্তাহেই সকলের চোখ থাকে এই দুই ধারাবাহিকের দিকে।
এ সপ্তাহে জগদ্ধাত্রীর ঝুলিতে উঠেছে ৭.৯ নম্বর। কিছু পয়েন্টের জন্য পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক পেয়ে ৭.৬ পয়েন্ট। এর পরেই তৃতীয় স্থান দখল করেছে জি এর আরেক জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙা বউ’ ও ‘নিম ফুলের মধু’। ছয় থেকে দশেও রয়েছে একের পর এক চমক। ষষ্ঠ স্থানে রয়েছে ‘সন্ধ্যাতারা’। সপ্তমে কম নম্বর নিয়ে ‘কার কাছে কই মনের কথা’। আটে রয়েছে ‘তুঁতে’। নয়ে নয়া সিরিয়াল ‘লভ বিয়ে আজকাল’। দশম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’।
সম্পূর্ণ টিআরপি তালিকাঃ
(১) জগদ্ধাত্রী- ৭.৯
(২) অনুরাগের ছোঁয়া- ৭.৬
(৩) ফুলকি- ৭.৫
(৪) রাঙা বউ- ৭.৪
(৫) নিম ফুলের মধু- ৭.২
(৬) সন্ধ্যাতারা- ৬.৯
(৭) কার কাছে কই মনের কথা- ৬.৫
(৮) তুঁতে- ৬.১
(৯) লভ বিয়ে আজকাল- ৬.০
(১০) খেলনা বাড়ি- ৫.৮
(১১) বাংলা মিডিয়াম- ৫.৭
(১২) হরগৌরী পাইস হোটেল- ৫.৬
(১৩) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৫.০
(১৪) ইচ্ছে পুতুল- ৪.৯
(১৫) এক্কা দোক্কা- ৪.৬
(১৬) মুকুট- ৪.৩
(১৭) রামপ্রসাদ- ৪.২
(১৮) মন দিতে চাই- ৪.০
(১৯) গৌরী এলো- ৩.৬
(২০) গাঁটছড়া- ৩.১
(২১) শ্রীকৃষ্ণ লীলা- ২.৭
(২২) গুড্ডি, বোঝেনা সে বোঝেনা- ২.০
রিয়েলিটি শো
(১) দিদি নাম্বার ওয়ান- ৬.৯
(২) ডান্স বাংলা ডান্স- ৬.৪
(৩) স্টার জলসা ফিকশন ওভারঅল- ৫.৫
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৪