Petrol & Diesel Price: দাম কমতে পারে পেট্রোল ও ডিজেলের, এই মাসেই হতে পারে ঘোষণা

Published By: Khabar India Online | Published On:

গত কয়েকবছর ক্রমশ বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। এভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কার্যত জীবন দুর্বিষহ হচ্ছে মধ্যবিত্তদের। পেট্রোপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে এলপিজি-র দামও।

রান্নাঘরের হেঁসেলে আগুন লাগার ঘটনা। একদিকে যখন অগ্নিমূল্য সবজির বাজার অপরদিকে গ্যাসের দামেও দেখা গেছে ঊর্ধ্বমুখী।

এই অবস্থার মাঝেই সুখবর এসেছে কেন্দ্রীয় সরকারের তরফে। গত বুধবার রাত ১২ টা থেকেই সারাদেশে কমেছে রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে গত মঙ্গলবার ঘোষণা করে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আন্তর্জাতিক মাধ্যমে ঘোষণা করে বলেন যে বুধবার থেকেই দেশের ডোমেস্টিক রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমবে ২০০ টাকা। যেসব মহিলারা উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস কেনেন, তারা ৪০০ টাকা ছাড় পেয়ে যাবেন।

আরও পড়ুন -  ভারতীয় উপজাতিদের উৎপাদিত পণ্য বিক্রির পরিধি বিস্তার করেছে ট্রাইফেড

এবার দেশবাসীকে এক স্বস্তির খবর শোনাতে চলেছে মোদি সরকার। সূত্রের খবর, এবার প্রতি লিটারে ৩ থেকে ৪ টাকা করে কমে যেতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। এই সুখবর তাড়াতাড়ি আসবে বলে জানা গেছে। অনেকের মতে, দীপাবলির পরেই এই সিদ্ধান্তে সিলমোহর দিতে পারে কেন্দ্র সরকার।

আরও পড়ুন -  রাষ্ট্রপতি ২৮ জন অতিরিক্ত বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন

কিন্তু সঠিক তারিখ এখনো জানা যায়নি। এই বিষয়ে শুল্ক কমানোর সাথে তেল বিপণন কোম্পানিগুলির উপর চাপ দিতে পারে মোদি সরকার। সেভাবেই একসাথে রান্নার গ্যাস এবং পেট্রোলের দাম কম রাখতে পারে কেন্দ্র।

আরও পড়ুন -  Train Accident In Mainaguri: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ময়নাগুড়িতে, বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে

প্রসঙ্গত, আসন্ন কয়েকমাসের মধ্যেই দেশে রয়েছে একাধিক নির্বাচন। যেমন-মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তিন রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। আবার আগামী বছরেই রয়েছে দেশের লোকসভা ভোট। সেখানেও বিরোধী জোটকে ঠেকানো রীতিমতো চ্যালেঞ্জিং রয়েছে বিজেপির কাছে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন এই নির্বাচনগুলির কথা মাথায় রেখেই এইসব সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে মোদি সরকার।