Odisha: নিহত বেড়ে ১২, দুই ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত, ওড়িশায়

Published By: Khabar India Online | Published On:

নিহত বেড়ে ১২, দুই ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত, ওড়িশায়।

৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে ওড়িশা রাজ্যজুড়ে দুই ঘণ্টারও কম সময়ে। তাতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জনের।

সোমবার বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহুর তথ্য অনুযায়ী, টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন খুরদা জেলার, দুইজন বালাঙ্গির ও একজন করে আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর এবং পুরীর।

আরও পড়ুন -  Australia: বন্দুকধারীর গুলিতে নিহত ৩, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে

গজপতি এবং কান্ধমাল জেলায় বজ্রপাতে আটটি গবাদি পশু মারা গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছেন। বজ্রপাত আরও হতে পারে বলে আশঙ্কা আছে। বঙ্গোপসাগরে সক্রিয় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ওড়িশাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন -  UN: দুই শান্তিরক্ষী নিহত বোমা হামলায়, মালিতে

প্রতীকী ছবি