‘জগদ্ধাত্রী’ জি বাংলার অঙ্কিতা দেবী দুর্গা, আর কারা কারা আছেন অন্য চরিত্রে?

Published By: Khabar India Online | Published On:

হাতেগোনা দেড় মাস বাকি দুর্গা পুজো। সব চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানের প্রস্তুতি চলেছে। টেলিভিশনের মহালয়ার অনুষ্ঠান জুড়ে শুধুই গ্রাফিক্সের খেলা। অভিনয় তাতে প্রাধান্য পায় না। ঘন্টার পর ঘন্টা ধরে অনুষ্ঠান জুড়ে চলে নাচ।

বাঙালির ভরসা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra)। ‘আশ্বিনের শারদ প্রাতে’ বাঙালি অনুভবে মিশে রয়েছেন। কিন্তু চ্যানেলগুলিকে নিয়ম মেনে মহালয়ার অনুষ্ঠান করতে হয়। টিভি চ্যানেলের নায়িকারা রয়েছেন মহালয়ার অনুষ্ঠানের নানান চরিত্রে। কম যায় না নায়করাও। দেবতার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মহালয়ার অনুষ্ঠানে। চলতি বছর স্টার জলসায় দেবী দুর্গার চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। অনুষ্ঠানটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।

আরও পড়ুন -  Koel Mallick: ‘প্রথম লুক’ জলসায় দুর্গা রূপে প্রকাশ্যে এলেন কোয়েল, নেটভক্তরা চমকে গেলেন

স্টার জলসার প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম ‘নবপত্রিকা’। এখানে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)-কে। অঙ্কিতা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। ‘গৌরী এলো’-র মোহনা মাইতি (Mohana Maity)-কে দেখা যাবে দেবী ব্রহ্মাণীর চরিত্রে। ‘রাঙা বউ’ শ্রুতি দাস (Shruti Das) দেবী কালিকার রূপে। দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে দেখা যাবে দেবী উমার চরিত্রে। ‘নিম ফুলের মধু’-র নায়িকা পল্লবী শর্মা (Pallavi Sharma) দেখা দেবেন দেবী কার্তিকী রূপে। শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)-কে দেখা যাবে দেবী শিবার রূপে। ‘খেলনা বাড়ি’ খ্যাত আরাত্রিকা (Aratrika) হবেন দেবী রক্তদন্তিকা। ‘কার কাছে কই মনের কথা’-য় শিমুলের চরিত্রে অভিনয় করছেন মানালি দে (Manali Dey)। তাঁকে দেখা যাবে দেবী শোকরহিতা রূপে।

আরও পড়ুন -  মহালয়ার সঙ্গে সঙ্গেই দেবীর চক্ষুদান সম্পন্ন হল

‘মুকুট’ খ্যাত শ্রাবণী ভুঁইয়া (Srabani Bhuiyan)-কে দেখা যাবে দেবী চামুন্ডা রূপে। ‘ফুলকি’ দিব্যাণী মন্ডল (Divyani Mondal) দেখা যাবে দেবী লক্ষ্মী রূপে। রোহিত ওরফে অভিষেক বসু (Avishek Bashu) -কে দেখা যাবে মহাদেবের চরিত্রে। ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত অর্ণব থাকছেন মহিষাসুরের চরিত্রে। এই হচ্ছে বাকি তারাকারা। স্টার জলসার দেবী দুর্গার সাথে জোরদার প্রতিযোগিতা হতে চলেছে জি বাংলার মহিষাসুরমর্দিনীর।

 

View this post on Instagram

 

A post shared by Ankita Mallick (@_ankita_mallick_)