Love Tips: প্রেমে ফেলবেন যেভাবে পছন্দের মানুষটিকে

Published By: Khabar India Online | Published On:

 সঠিক সঙ্গী নির্বাচন না করা যায়, তাহলে জীবনে দুঃখ আসে। সেই জন্য নারীদের প্রায়শই ছলনাময়ী বলেন পুরুষরা। তবে এ নিয়ে আপত্তির শেষ নেই নারীদের। সত্যিই নারীদের বিশেষ কিছু কাজ সহজেই পুরুষদের প্ররোচিত করে। অনেক পুরুষই নারীদের এসব বিষয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তখনই ঘটে যায় বিপদ। জেনে নিন, নারীরা সহজেই পুরুষদেরকে আকর্ষিত করেন এইগুলি।

1) ভালো বন্ধু হোনঃ

পছন্দের পুরুষের ভালো একজন বন্ধু হন। তার কাছে একজন বিশ্বস্ত ব্যক্তি হন। ফলে আপনার ও আপনার সঙ্গীর মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হবে, সেটা ভেঙে ফেলা কঠিন হবে।

আরও পড়ুন -  এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

2) অপ্রত্যাশিত হোনঃ

পুরুষকে পাগল করার জন্য, অপ্রত্যাশিত হওয়ার চেষ্টা করুন। এমন কিছু করুন যা তাকে বিস্মিত করবে। আপনি সাপ্তাহিক ভ্রমণের পরিকল্পনা করুন। মাঝে মাঝে কিছু উপহার দিয়ে তাকে অবাক করে দিন। তাকে আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করবে।

3) স্বাধীন ও আত্মবিশ্বাসী হোনঃ

আত্মবিশ্বাস মানুষকে আকৃষ্ট করে ফেলে। আপনার মাঝে একজন স্বাধীন ও আত্মবিশ্বাসী নারীর আভা প্রতিফলিত করতে হবে। তখন আপনার স্বপ্নের পুরুষ আপনার প্রশংসা করবে। একটি সম্পর্কের মধ্যে, একজন পুরুষ অন্যের ওপর নির্ভরশীল কাউকে পছন্দ করে না। তাকে প্রেমে ফেলার আগে নিজের জন্য কাজ করুন। এমন একটি চরিত্র তৈরি করুন, যা উপেক্ষা করা যাবে না।

আরও পড়ুন -  Durga Pujo: থিম "বধনে বন্ধন, আয় আরো বেঁধে বেঁধে থাকি"

4) রহস্যময়ী হতে হবেঃ

সম্পর্কের মধ্যে রহস্যের একটি রঙ দরকার। এটি সম্পর্ক বাঁচিয়ে রাখতে সাহায্য করে। রহস্যময়ী মানে সঙ্গীর কাছ থেকে কিছু লুকানো নয়। কিছু বিস্ময়কর জিনিস রাখুন। এতে তার আপনার প্রতি আগ্রহ আরও বাড়বে। মাঝে মাঝে আপনি তাকে ছাড়া ব্যস্ত থাকার চেষ্টাও করে দেখতে পারেন। কিছু সময়ের জন্য বন্ধুদের সাথে বাইরে যান। আপনার জন্য অপেক্ষা করান। কিন্তু ভুলেও উপেক্ষা করবেন না।

আরও পড়ুন -  "সেইদিনের অপেক্ষায়"!

5) আদর্শ পুরুষ এর জন্য স্বীকৃতি দেওয়াঃ

সম্পর্কের জন্য অবশ্যই নিজেকে একজন আদর্শ পুরুষ হিসেবে অনুভব করতে হবে। মাঝে মাঝে তাকে সাহায্য করতে দিন। আপনার জন্য কাজ করতে দিতে হবে। তখন আপনার সম্পর্কে তার চিন্তাভাবনাকে প্রভাবিত করবে। নারীর জন্য কিছু অর্জনের অনুভূতিগুলি একজন পুরুষের জন্য গুরুত্বপূর্ণ।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া।