কম দামে মন জয় করে নেবে টাটার এই গাড়ি, মারুতি সুজুকি থেকেও ভালো সবকিছু

Published By: Khabar India Online | Published On:

টাটা মোটরস জনপ্রিয় গাড়ির কোম্পানি গুলির মধ্যে একটি। তারা ভারতীয় বাজারের জন্য কিছু গাড়ি লঞ্চ করে যা সাধারণ মানুষের বাজেটের মধ্যে থাকে। সাথেই টাটা মোটরস তাদের গাড়ির সঙ্গে এমন কিছু ফিচার যুক্ত করে যা খুব সহজেই ভারতের সাধারণ মানুষের মন জিতে নেয়।

ভারতের বাজারে টাটা কোম্পানির প্রত্যেকটি গাড়ি বেশ জনপ্রিয়। সম্প্রতি শোনা যাচ্ছে টাটা তাদের নেক্সন গাড়ির একটি নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে।

জানিয়ে রাখি, টাটা কোম্পানির নতুন গাড়িটির নাম হবে টাটা নেক্সন Facelift. এটি ইলেকট্রিক ভার্সনের গাড়ি নয়। এটি পেট্রোল চালিত গাড়ি। এই Facelift ভার্সন আদতে একটি কম্প্যাক্ট এসইউভি গাড়ি। এই গাড়িতে পেয়ে যাবেন ২৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ ও ৩৫০ লিটারের একটি বিশাল বড় বুট স্পেস।

আরও পড়ুন -  Petrol Pump: পেট্রোল পাম্পে ভাঙচুর

ভারতের বাজারে আগামী মাসে সেপ্টেম্বর লঞ্চ করতে পারে এই গাড়িটি। এখনো পর্যন্ত এই গাড়ির ডেলিভারির তারিখ এবং লঞ্চ সম্পর্কে কোন তথ্য দেয়নি tata motors. গাড়ির একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু। এই গাড়িতে পেয়ে যাবেন একটি নতুন ১০.২৫ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে।

আরও পড়ুন -  Morocco-Earthquake: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে, নিহতের সংখ্যা ২৮০০ ছাড়াল

এটি কোম্পানির একটি ৫ সিটের গাড়ি হতে চলেছে। গাড়িতে কোম্পানি ডুয়াল এয়ার ব্যাগ ও রিয়ার পার্কিং সেন্সর ফিচার যুক্ত। গাড়িতে পাবেন ৭ স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন সিস্টেম। সাথেও থাকবে একটি স্পেশাল গিয়ার বক্স যার সাথে ১.২ লিটারের একটি টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে।

ইঞ্জিনের সাথে এবিএস সিস্টেম ও ইবিডি-র মত অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে।

নতুন আপডেটেড এই গাড়িটি সমস্ত ধরনের পরীক্ষার পরে বাজারে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। গাড়িতে পাবেন এলইডি ডিআরএল এর মত ফিচার। ডিজাইনের দিক থেকেও এই গাড়ি একদম আলদা।

আরও পড়ুন -  Fried Rice Chili: ফ্রায়েড রাইসের সাথে চিলি পনির, অহ !

সম্প্রতি এই গাড়িটির একটি ক্যামোফ্লাজ এডিশনের ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হতে শুরু করেছে। মারুতি সুইফট ও mahindra xuv এর মত গাড়ির সাথে সরাসরি প্রতিযোগিতা করবে টাটা নেক্সন ফেসলিফট।

এই গাড়িতে আছে একটি ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। গাড়িতে ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমের বিকল্প পাবেন। নতুন গাড়িটির দাম শুরু ৭.৭০ লক্ষ টাকা।