Hilsa Price: মাইকিং করে চলছে বিক্রি, এক কেজির ইলিশ ৫০০ টাকায়! হ্যাঁ

Published By: Khabar India Online | Published On:

বাঙালির পরিচয় মাছ দিয়ে। বাংলায় বেশি মাছ বিক্রি হয়। ভারত এবং বাংলাদেশ, উভয় দেশের মানুষজন মাছ খেতে দারুন পছন্দ করেন। কিন্তু মাছের মধ্যে সুস্বাদু হল ইলিশ (Hilsa)। ইলিশ মাছের নামেই তো জিভে জল এসে গেল। তাই না।

সর্ষে ইলিশ বা ইলিশ ভাবা অথবা ভাজা ইলিশ, এই মাছ দিয়ে পছন্দ যেকোনও পদ বানিয়ে ফেলা যায়।

বর্ষায় প্রজননের সময় এই ইলিশ সমুদ্রের খর জল থেকে নদীর মৃদু জলে এসে প্রবেশ করতে থাকে। মা ইলিশ নদীর জলে ডিম পাড়ে। এই সময়েই ইলিশের আমদানি ঘটে বাংলার নদীগুলির মোহনায়।

আরও পড়ুন -  বিস্ফোরক পুনম পান্ডে ও শার্লিন চোপড়া, ‘রাজ কুন্দ্রাই পর্ন ইন্ডাস্ট্রিতে এনেছিলেন’ !

পদ্মা নদীর ইলিশ স্বাদ এবং গন্ধের জন্য বিখ্যাত। কিন্তু পদ্মা ছাড়াও বহু নদীতে ইলিশ পাওয়া যায়। এই বাংলাতেও পাওয়া যায় সুস্বাদু মাছ। এই কিন্তু দামি বেশি। সাধারণ মধ্যবিত্তদের ঘরে ইলিশ আসে খুব কম।

আরও পড়ুন -  বুদ্ধদেব ভট্টাচার্য জীবিত অবস্থায় চক্ষুদান এবং দেহদান করার অঙ্গীকার করেছিলেন, দৃষ্টি ফিরে পেলেন দুজন

এবার অত্যন্ত সস্তায় বিক্রি হল ইলিশ। এক কেজি বা তার উদ্ধে বড় ইলিশ বিক্রি হল ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে! বাজারে এর দাম হবে তিনগুন বেশি। মাইকিং করে চলল বিক্রিবাটা। বাংলাদেশের বরগুনার একটি এলাকার এই ঘটনা। জানা গেছে, সেখানে গতকাল সন্ধ্যায় কয়েকজন মৎস্যজীবী এত কম দামে ইলিশ মাছ বিক্রি করেন। এত কম দামে ইলিশ মাছ কেনার সুযোগ থাকায় সেখানে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। ফলে অনেক গরিব মধ্যবিত্ত মানুষও ইলিশ কেনার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন -  আলিপুর চিড়িয়াখানার একটি অংশের উপর নিলামের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

কিন্তু মাছ কেনার পর দেখা গেছে, সেগুলি নরম হয়ে আসছে। তাতে ক্রেতাদের বিশেষ সমস্যা হয়নি।

যে মাছটি বাজারে কিনতে গেলে প্রতি কেজিতে দাম পরে ১৫০০-১৮০০ টাকা, সেখানে ৫০০-৬০০ টাকা প্রতি কেজিতে এই রুপোলি মাছ বিক্রি হলো।

প্রতীকী ছবি