Indian railways: এক ভারত এক টিকিট, ভারতীয় রেল চালু করল, সুবিধা হলো গ্রাহকদের

Published By: Khabar India Online | Published On:

Indian railways: এক ভারত এক টিকিট, ভারতীয় রেল চালু করল, সুবিধা হলো গ্রাহকদের।

DMRC এবং IRCTC ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট নামের নতুন উদ্যোগ শুরু করেছে। ফলে মেট্রো ও রেলযাত্রীদের ভ্রমণের আরোও সুবিধা হবে। আরো আনন্দদায়ক অভিজ্ঞতার জন্য উভয় প্রতিষ্ঠান একে অপরকে সহযোগিতা করবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন -  Bullet Train: প্রথম বুলেট ট্রেন আসতে চলেছে ভারতে, শীঘ্রই শুরু হতে চলেছে এর কাজ

তাদের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের অধীনে আইআরসিটিসি তাদের পোর্টালের মাধ্যমে DMRC সম্পর্কিত পরিষেবাগুলির জন্য একটি নতুন কিউআর কোড ভিত্তিক ব্যবস্থা শুরু করতে চলেছে।

আরও পড়ুন -  Yuvaan Chakraborty: শুভশ্রীর হাত ধরে অ-আ-ক-খ লিখল ছোট্ট ইউভান

এই টিকিটগুলি ভারতীয় রেলওয়ের অগ্রিম সংরক্ষণের সময় অনুযায়ী বুকিং করতে পারবেন। এখন যাত্রীরা সহজেই তাদের পুরো যাত্রার পরিকল্পনা করতে পারবেন। এই কিউআর কোড ভিত্তিক টিকিট নির্বিঘ্নে তৈরি করতে পারবেন। আইআরসিটিসি ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপে এই টিকিট প্রিন্ট করা হবে।

আরও পড়ুন -  ভ্রমণপিপাসু বাঙ্গালীদের জন্য সুখবর, নামমাত্র খরচে স্পেশাল প্যাকেজ ট্যুর নিয়ে হাজির ভারতীয় রেল

তার জন্য পাঁচ টাকা নামমাত্র প্ল্যাটফর্ম টিকিট আপনাকে গ্রহণ করতে হবে। আপনাকে দীর্ঘ লাইনে আর দাঁড়াতে হবে না।

DMRC এমডি ডঃ বিকাশ কুমার বলেছেন, আইআরসিটিসি-এর সাথে এই চুক্তিতে যাত্রীদের আমরা আরো ভালো পরিষেবা দেবার চেষ্টা করছি।