সমগ্র ভারত মণিপুরবাসীর পাশেই রয়েছেঃ প্রধানমন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

সমগ্র ভারত মণিপুরবাসীর পাশেই রয়েছেঃ প্রধানমন্ত্রী।

সমগ্র ভারত মণিপুরবাসীর পাশেই রয়েছে। সেখানে উদ্ভূত পরিস্থিতির অচিরেই সমাধান সম্ভব হবে বলেই তাঁর স্থির বিশ্বাস।

আজ লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশে প্রদত্ত স্বাধীনতা দিবসের ভাষণে তাঁর এই আশা ও বিশ্বাসের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মণিপুরে সাম্প্রতিককালে অশান্তির পাশাপাশি কিছু হিংসাত্মক ঘটনাও ঘটেছে। এমনকি, নারীদের ওপর নির্যাতন ও তাঁদের মর্যাদাহানির ঘটনাও ঘটেছে বলে সংবাদসূত্রে প্রকাশ। তবে, মণিপুরবাসী গত কয়েকদিনে রাজ্যে শান্তি বজায় রেখেছেন এবং শান্তি প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকার সমস্যা সমাধানে একযোগে কাজ করে চলেছে। এই প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন -  Prime Minister: ভাইফোঁটা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সূত্র ও ছবিঃ পিআইবি