Gold Price Today: তৃতীয় দিনেও সস্তা সোনা, জানুন সোনার বাজারদর

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: তৃতীয় দিনেও সস্তা সোনা, জানুন সোনার বাজারদর।

দাম কমেছে সোনা এবং রূপোর। রাখির মরসুম একদম কাছে।রাখির আগেই জেনে নিন সোনা এবং রূপোর এখনকার দরদাম।

কত কমল দাম? ১৩’ই আগস্ট সোনার বাজারদর জানলে অবাক হবেন। সোনা এবং রুপোর এখন বাজারদর কিছুটা কমতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণের একাংশ। ১০ গ্রাম সোনার দাম মোটের থেকে কমেছে ২২৮ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম উর্ধ্বমুখী, সোনা এবং রুপার লেটেস্ট রেট আজকে

সোনার দাম;

১) ২৪ ক্যারেট সোনার দাম- ৫৮,৯০৫ টাকা।

২) ২২ ক্যারেট সোনার দাম- ৫৩,৯৫৭ টাকা।
৩) ১৮ ক্যারেট সোনার দাম- ৪৪,১৭৯ টাকা।
৪) ১৪ ক্যারেট সোনার দাম- ৩৪,৪৫৯ টাকা।

আরও পড়ুন -  নির্বাচনী প্রচারে এসে শাসক দলকে আক্রমণ করলেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী

ব্যবসায়িক সপ্তাহের পঞ্চম দিনে মানে শুক্রবার সোনার প্রতি ১০ গ্রামে ৪ টাকা করে কমেছে। সেই হিসাব অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার এখন বাজারদর ৫৮,৯০৫ টাকা। আগের বৃহস্পতিবার প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৫৮,৯০৯ টাকা।শুক্রবার প্রতি কেজি রূপোর দাম ৭৮ টাকা করে কমে হয়েছে ৭০,০৯৮ টাকা। অপরদিকে বৃহস্পতিবার প্রতি কেজি রূপোর দাম ৪৯ টাকা বৃদ্ধি হয়ে মোট ৭০১৭৬ টাকায় আছে।

আরও পড়ুন -  INDIA-BANGLADESH: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু