সিনেমার প্রস্তাবে শুনতে হয়েছে, কাজের বিপরীতে কিছু চাইঃ তানিয়া বৃষ্টি

Published By: Khabar India Online | Published On:

সিনেমার প্রস্তাবে শুনতে হয়েছে, কাজের বিপরীতে কিছু চাইঃ তানিয়া বৃষ্টি।

নাটকে সহজেই সুযোগ হয়ে যায়। কিন্তু সিনেমায় একটু কঠিন। ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেছেন, আমি একটা প্ল্যাটফর্ম থেকে আসছি, কাজ করব। সিনেমার প্রস্তাবে শুনতে হয়েছে, কাজের বিপরীতে কিছু চাই। সবাই না, এই কথাগুলো কেউ কেউ বলেছেন। তাদের প্রস্তাবে মন খারাপ হতো। হয়তো তারা যথাযথ প্রতিষ্ঠানের ছিলেন না, উদ্দেশ্যও ভালো ছিল না। সিনেমায় নিয়মিত হওয়া সম্প্রতি এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন -  Mahiya Mahi: মাহিয়া মাহি, প্রথমবার মা হতে চলেছেন

তিনি বলেন, সিনেমায় অনেক প্রস্তাব পেলেও স্বপ্নটা এগিয়ে নিতে পারিনি। তখন মনে হয়েছে, ওই সময়টাতে ওই জায়গা আমার জন্য নয়। সেই কারণে প্রস্তাব গ্রহণ করিনি। বড় পর্দার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল, সেই সব প্রস্তাব নিতে পারছিলাম না। সেই কারণে আমার মন খারাপ ছিল।

আরও পড়ুন -  Web Film: ‘পরী’ ওয়েব ফিল্ম, পূজা চেরী নিয়ে আসছেন

প্রসঙ্গত, তানিয়া বৃষ্টি ক্যারিয়ারের শুরুতে সুযোগ পেয়ে যান আকরাম খানের ‘ঘাসফুল’ ছবিতে। তারপর বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েও অভিনয় করেনি বড় পর্দায়। গত ঈদুল আজহায় ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। ঈদের বিরতির পর আবারও তাকে দেখা যাবে নতুন নাটকে।

আরও পড়ুন -  রাণী লক্ষীবাই-এর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

ছবিঃ সংগৃহীত।