Brazil: পুলিশের অভিযানে নিহত ৪৩, ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

পুলিশের অভিযানে নিহত ৪৩, ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে।

পুলিশের অভিযানে অন্তত ৪৩ জন নিহত হয়েছে ব্রাজিলের তিনটি রাজ্যে মাদকচক্রের সন্ধানের সময়।বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রিও ডি জ্যানেইরো পুলিশ জানিয়েছে, কমপ্লেক্সো ডা পেনহা এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

আরও পড়ুন -  Mahsha Amini: চতুর্থ সপ্তাহে গড়াল, ইরানে বিক্ষোভ

আগে সাও পাওলো রাজ্যে পাঁচ দিনব্যাপী অপারেশন শিল্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন সন্দেহভাজন নিহত হয়েছে। সাও পাওলোতে অভিযানের সময় ৫৮ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুন -  Brazil - Argentina: ব্রাজিলের মাটিতেই খেলতে হবে আর্জেন্টিনাকে

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে শুক্রবার থেকে বুধবার পর্যন্ত অভিযানে ১৯ সন্দেহভাজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।গত বৃহস্পতিবার গুয়ারুয়া উপকূলীয় শহরে স্পেশাল ফোর্স পুলিশ কর্মকর্তা নিহতের পর এই অভিযান শুরু হয়।

আরও পড়ুন -  Aadhaar Card Update: অনলাইনে ঠিকানা কতবার পরিবর্তন করা যাবে? জেনে নিন UIDAI-এর নিয়মাবলি

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, অভিযানে পুলিশ ৩৮৫ কেজি মাদক এবং অস্ত্র উদ্ধার করেছে।ব্রাজিলের আইনমন্ত্রী ফ্ল্যাভিও ডিনো পুলিশের অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গুয়ারুয়াতে অপরাধের সঙ্গে পুলিশের বক্তব্য সামঞ্জস্যপূর্ণ নেই।

ছবিঃ সংগৃহীত।