Syria: তুরস্কের ড্রোন হামলা, নিহত ৪, সিরিয়ায়

Published By: Khabar India Online | Published On:

তুরস্কের ড্রোন হামলা, নিহত ৪, সিরিয়ায়।

কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) চার সদস্য মারা গেছে সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায়। স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন -  ৩ যোগাসন করুন মা হওয়ার পর, ওজন কমাতে

সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের স্বশাসিত কুর্দি প্রশাসন জানিয়েছে, সিরিয়ায় তুরস্কের সীমান্তবর্তী এলাকায় শুক্রবার এ ড্রোন হামলা করে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় কুর্দিদের নিয়ন্ত্রিত এলাকায় প্রায় নিয়মিত ড্রোন হামলা চালায় তুরস্ক, সাম্প্রতিক সময়ে যার মাত্রা বেড়েছে।এসডিএফের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবারের ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল আমুডা অঞ্চলের একটি গ্রাম। হামলায় চার যোদ্ধা শহীদ হয়েছেন বলে জানায়।

আরও পড়ুন -  জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন স্ত্রী এবং মেয়ে সহ পুলওয়ামার স্পেশাল পুলিশ অফিসার

ছবিঃ সংগৃহীত