ঘরে রেখে দেখুন এই গাছটি, পরিবর্তন হবে ভাগ্য, স্নেক প্ল্যান্ট

Published By: Khabar India Online | Published On:

বহু মানুষ গাছ লাগাতে ভালোবাসেন বাড়িতে বা বাড়ির বাইরে।

গাছ ঘরের বাতাসকে দূষণ মুক্ত করে। অক্সিজেন প্রবাহ আরও বাড়িয়ে তুলে।এমনকি মানসিক চাপ কমে।

কিছু কিছু গাছপালা আছে যেগুলি সৌভাগ্য ফেরায়।সঠিক নিয়ম মেনে অফিসে অথবা বাড়িতে সেই গাছ লাগালে উন্নতি হবে।এই রকম একটি গাছ স্নেক প্ল্যান্ট। জেনে রাখুন ঘরে স্নেক প্ল্যান্ট কি ভাবে রাখলে উপকার হবে।

আরও পড়ুন -  Bell Syrup: বেলের শরবত শরীরের জন্য উপকার

স্নেক প্ল্যান্টের উপকার

স্নেক প্ল্যান্ট সঠিক ব্যবহার করলে আপনার ঘরে, তাহলে পজেটিভ এনার্জি আসবে। এই গাছটি বাতাস থেকে টক্সিন দূর করে, ঘরে বাড়িয়ে দেয় অক্সিজেন প্রবাহ। মানসিক চাপ কমাতে এর জুড়ি মেলা ভার। নিয়ে আসে ঘরে সুখ, শান্তি এবং ইতিবাচকতা এই স্নেক প্ল্যান্ট।

আরও পড়ুন -  Weather Update: বাংলায় আগামী ২৪ ঘন্টায় ব্যাপক পরিবর্তন হতে চলেছে আবহাওয়া

স্নেক প্ল্যান্ট সঠিক দিক বাস্তুর নিয়ম মেনে বাড়িতে স্নেক প্ল্যান্ট রাখলে অনেক সমস্যা থেকে মুক্তি হয়। বাড়ির পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে স্নেক প্ল্যান্ট রাখলে শুভ মনে করা হয়।

গাছটি বাড়িতে রাখলে খেয়াল রাখতে হবে, যেন অন্য কোনও গাছ দিয়ে ঢাকা না পড়ে। তা হলে, ঘরে নেতিবাচক প্রভাব আসতে পারে।

আরও পড়ুন -  Lemons: পাতিলেবু খান, অনেক উপকার পাবেন

স্নেক প্ল্যান্ট কিছু ভুল ধারণা

কেউ মনে করেন ঘরে এই গাছ রাখলে তা দুর্ভাগ্য নিয়ে আসে, নেগেটিভ এনার্জির প্রবাহ দেখা দেয়।বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে স্নেক প্ল্যান্ট রাখলে কিছু ক্ষতি হয় না। এই গাছ ঘরে থাকলে চাকরি এবং ব্যবস্যা অগ্রগতি হয়। সাথে পড়শোনায় মনোযোগ বাড়িয়ে দেয়। আবার আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে।