দর্শকরা পাগল কাটাপ্পার স্ত্রীর ছবি দেখে, রূপে টেক্কা দিচ্ছে বলিউড সুন্দরীদের

Published By: Khabar India Online | Published On:

বাহুবলি দক্ষিণ ভারতের সিনেমা জগতে তালিকায় অন্যতম। দক্ষিণ ভারতীয় পরিচালক রাজামৌলির এই ছবিটি এক হাজার কোটি টাকার ব্যবসা করেছে।

সিনেমার দুটি পার্টের মধ্যে দুটোই সমান ভাবে জনপ্রিয়।দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা প্রভাসের জন্য বাহুবলী ছিল জীবনের একটা টার্নিং পয়েন্ট। সাথেই আরো অনেক তারকার জীবনেও বাহুবলি একটা বড় মোমেন্ট হয়ে থাকবে।

সেরকমই একজন অভিনেতা হলেন সত্যরাজ। যাকে বাহুবলী ছবিতে কাটাপ্পার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। যেভাবে এই চরিত্রে অভিনয় করেছিলেন তাকে কেউই কোনদিন হারাতে পারত না।

আরও পড়ুন -  US: অন্য দেশের পারমাণবিক অস্ত্রের নথি, ট্রাম্পের বাড়িতে

বাহুবলি ছবির আগে ভারতে তার এতটা জনপ্রিয়তা ছিল না। ছবিটি সুপারহিট হবার পরে সেই সাথে তিনিও সুপারহিট হয়ে গেলেন। সাধারণ একজন অভিনেতা থেকে হয়ে গেলেন সুপারস্টার। সত্যরাজ নিজের নামে খুব একটা জনপ্রিয় নন। এখনো পর্যন্ত জনপ্রিয়তা পেয়ে চলেছেন কাটাপ্পা নামেই। প্রায় তার ছবি সোশ্যাল মিডিয়ার চর্চায় এসে যাচ্ছে।

আরও পড়ুন -  Priyanka Chopra: স্বল্প পোশাকে সুইমিং পুলে, গরমে শরীর ঠাণ্ডা করছেন প্রিয়াঙ্কা

এই চরিত্র নিয়ে নানারকম মিম হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি, তিনি সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে আবার এসে গেলেন।

সোশ্যাল মিডিয়ার জগতে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, তার স্ত্রী দেখতে অত্যন্ত সুন্দরী, তিনি বলিউডের অভিনেত্রীদেরও সৌন্দর্যেকে টেক্কা দিতে পারেন। এই অভিনেতার স্ত্রীর নাম হলো মাহেশ্বরী। এখন তিনি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় মূলত কাটাপ্পার স্ত্রীর কারণে। তার সঙ্গে স্বামী সত্য রাজের কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

View this post on Instagram

 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)