Madhumita Sarcar: অভিনেত্রী মধুমিতা হঠাৎ সাদা রঙের শাড়িতে! খুঁজে বেড়াচ্ছেন কাকে?

Published By: Khabar India Online | Published On:

এখন নানান ধরনের লুকে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। আগে দেখা গিয়েছিল মারাঠি মেয়ের সাজে। কখনও সবুজ শাড়ি, আবার কখনও লাল রঙের শাড়িতে সেজে থাকতেন।

কয়েকদিন আগেই সাদা শাড়ি পরে ঘরোয়া লুকে ইন্সটাগ্রাম রিল বানিয়ে তা সকলের সাথে শেয়ার করেছিলেন মধুমিতা। আবার একই লুকে ছবি ইন্সটাগ্রামে তাঁর ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন।

আরও পড়ুন -  মানুষের মন ওয়েব সিরিজে মজেছে, দুই মেরুর মানুষের নিজের কথা বলতে আসছে "রাজলক্ষী"

এই ছবিগুলিতে মধুমিতার পরনে রয়েছে সাদা রঙের শাড়ি। শাড়ির পাড়ে রয়েছে কালো সুতোর এমব্রয়ডারি। শাড়ির সাদা জমিতে কোনো কারুকার্য নেই। এই শাড়ির সাথে মধুমিতা টিম আপ করেছেন কালো-সাদা স্ট্রাইপড ব্লাউজ। হাই নেক ব্লাউজটি স্লিভলেস। সাদা শাড়ির সাথে হালকা মেকআপ নিয়েছেন মধুমিতা। চোখ ভরেছেন কালো কাজলে। রয়েছে কালো আইলাইনারের টান। চোখে ব্যবহার করা হয়েছে ন্যুড শেডের আইশ্যাডো। মধুমিতার ঠোঁট রাঙানো হয়েছে ন্যুড ব্রাউন শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ছোঁয়া। চুলে আলগা বিনুনি বাঁধা রয়েছে। কপালে দুই ভ্রুর মাঝে রয়েছে ছোট্ট কালো টিপ। দুই হাতে রয়েছে কিছু সোনালি চুড়ি। ছবিগুলি শেয়ার করে মধুমিতা ক্যাপশনে তুলে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)-এর কবিতার লাইন ‘নয়ন তোমারে পায় না দেখিতে’।

আরও পড়ুন -  Raima-Nikhil: টলিপাড়ায় নতুন বন্ধুত্ব! বন্ধুর সমস্যা ঝেরে ফেলার কথা বলতেই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ রাইমার

ছবিগুলির প্রশংসা করেছেন তাঁর ভক্তদের একাংশ। ছবিগুলি তুলেছেন অভি নস্কর (Abhi Naskar)। সাম্প্রতিক কালে দক্ষিণী ফিল্মে অভিনয় করেছেন মধুমিতা।

আগামী দিনে তাঁকে দেখা যাবে মৈনাক ভৌমিক (Mainak Bhowmik) পরিচালিত ফিল্ম ‘চিনি টু’-এ। অন্যদিকে ‘ফর্জ’ নামে একটি হিন্দি ফিল্মের মাধ্যমে বলিউডে ডেবিউ করতে যাচ্ছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)